
oblique - ojothai كلمات أغنية
Loading...
অনেক দূরে তোকে ছেড়ে
অচেনা মানুষের ভিড়ে
কোনো এক নতুন শহরে
প্রতিদিন তোর কথা ভাবি
মনে এখনও তোর ছবি
একলা জানালাতে চাঁদের আলোয়
তোর চুলে কি এখনও মাতাল হাওয়া খেলে?
তোর মুখে কি এখনও জাগে হাসি ক্ষণে ক্ষণে?
তুই কি এখনও ভিজিস বৃষ্টিতে?
কখনও কি আমায় ভাবিস তুই আনমনে?
কখনও বুঝিনি, কখনও ভাবিনি
হারিয়ে গেলি তুই কোথায়, কখন
কখনও বুঝিনি, কখনও ভাবিনি
হারিয়ে গেলি তুই কোথায়, কখন
প্রতিদিন তোর কথা ভাবি
মনে এখনও তোর ছবি
একলা জানালাতে চাঁদের আলোয়
তোর চুলে কি এখনও মাতাল হাওয়া খেলে?
তোর মুখে কি এখনও জাগে হাসি ক্ষণে ক্ষণে?
তুই কি এখনও ভিজিস বৃষ্টিতে?
কখনও কি আমায় ভাবিস তুই আনমনে?
আনমনে…
তোর মুখে কি এখনও জাগে হাসি ক্ষণে ক্ষণে?
কখনও কি আমায় ভাবিস তুই আনমনে?
كلمات أغنية عشوائية
- guzior - zakas كلمات أغنية
- phantom steeze - stimela 2.0 كلمات أغنية
- triplego - secreto كلمات أغنية
- claire ridgely - busy body كلمات أغنية
- gjallarhornit - little hornets كلمات أغنية
- chrissyeve - door كلمات أغنية
- yung spinach cumshot - early morning nut كلمات أغنية
- ostan stars - yaetra naeram ennku كلمات أغنية
- spaceboyry - love loss كلمات أغنية
- pitilangboy - error كلمات أغنية