
oblique - koishor كلمات أغنية
তোমার স্বপ্ন, আমার সাহস
পৃথিবীর ওপর অবোধ আক্রোশ
ক্লান্ত প্রহর, ভুলের শহর
দিকচিহ্নহীন আমার কৈশোর
আমার আবেগ, তোমার বারণ
লজ্জামাখা প্রথম চুম্বন
আমার আবেগ, তোমার বারণ
লজ্জামাখা প্রথম চুম্বন
রাতভর কথা বলা, ভোর দেখার দিন
দুপুরের রোদ, বিকেলগুলো রঙিন
জানবে না জানবে না তুমি
সময়ের শেকড় আমার ভেতর
বুঝবে না বুঝবে না তুমি
আমি কতটা স্বার্থপর
এখনও যদি ধরে রাখো
সেই রাগটুকু আমার ওপর
পুরোপুরি বদলে গেছি
কেটে গেছে কত প্রহর
আমি ফিরে দেখেছিলাম তোমাকে
দু’জনে মুখ ফিরিয়ে নেবার পর
এরপরও খুঁজে গেছি ভালোবাসা
কেটে গেছে কতগুলো ভোর
জানবে না জানবে না তুমি
সময়ের শেকড় আমার ভেতর
বুঝবে না বুঝবে না তুমি
আমি কতটা স্বার্থপর
এখনও যদি ধরে রাখো
সেই রাগটুকু আমার উপর
পুরোপুরি বদলে গেছি
কেটে গেছে কত প্রহর
জানবে না জানবে না তুমি
সময়ের শেকড় আমার ভেতর
বুঝবে না বুঝবে না তুমি
আমি কতটা স্বার্থপর
এখনও যদি ধরে রাখো
সেই রাগটুকু আমার উপর
পুরোপুরি বদলে গেছি
কেটে গেছে কত প্রহর
كلمات أغنية عشوائية
- antalgia - realm of pain كلمات أغنية
- sarah connor - sarah connor كلمات أغنية
- ella fitzgerald - i wish i were in love again كلمات أغنية
- brainstorm - thunder without rain كلمات أغنية
- gerry rafferty - conscious love كلمات أغنية
- gerry rafferty - does he know what he's taken on كلمات أغنية
- nat king cole - lush life كلمات أغنية
- blues traveler - glory glory كلمات أغنية
- sarah connor - have yourself a merry little christmas كلمات أغنية
- ella fitzgerald - i'm just a lucky so & so كلمات أغنية