oblique - golpogulo كلمات الأغنية
চলে যাওয়ার বেলা, তবু বসে থাকা
কথা খুঁজে না পাওয়া, তবু ভালো লাগা
গল্পগুলো জমে চলে এভাবেই
আড়চোখে দেখা, একটু কাছে আসা
ইচ্ছে করে হাতে আলতো ছোঁয়া লাগা
গোধূলি ছুঁয়ে দিলো এই তোকে
উঁকি দিয়ে ডুবে যাওয়া চাঁদ
নিমগ্ন কিছু রাত
কার্নিশে বসে থাকা কাক
সব এভাবেই থাক
ভেসে যাচ্ছে খোলা স্রোতে
কত মন্ত্র জীবন থেকে
কুড়িয়ে পাওয়া কয়েক মিনিট
এভাবেই কেটে যাক
ভেসে যাচ্ছে খোলা স্রোতে
কত মন্ত্র জীবন থেকে
কুড়িয়ে পাওয়া কয়েক মিনিট
এভাবেই কেটে যাক
বেড়ে ওঠার ভিড়ে, তোর ভেতরে
আলিঙ্গনের রাতে ফোন হাতে নিয়ে
গিটারে ভাঙা গানের সুরে
সম্মোহন চোখের আধো হেঁয়ালিতে
সংবেদন শাসন খামখেয়ালিতে
লুকিয়ে রাখা উপহারের ভিড়ে
উঁকি দিয়ে ডুবে যাওয়া চাঁদ
নিমগ্ন কিছু রাত
কার্নিশে বসে থাকা কাক
সব এভাবেই থাক
ভেসে যাচ্ছে খোলা স্রোতে
কত মন্ত্র জীবন থেকে
কুড়িয়ে পাওয়া কয়েক মিনিট
এভাবেই কেটে যাক
ভেসে যাচ্ছে খোলা স্রোতে
কত মন্ত্র জীবন থেকে
কুড়িয়ে পাওয়া কয়েক মিনিট
এভাবেই কেটে যাক
كلمات أغنية عشوائية
- sedona - crying on my own كلمات الأغنية
- bart simpson - rappers who lie about being killers كلمات الأغنية
- path (band) - all i wanna do كلمات الأغنية
- saraunh0ly - dontlook@melikedat كلمات الأغنية
- tom grennan - how does it feel (boris way remix) كلمات الأغنية
- carapacee كلمات الأغنية
- logic - thinkin’ كلمات الأغنية
- farin. - alles wird gut كلمات الأغنية
- brynne - cycles كلمات الأغنية
- dayy - cant save you كلمات الأغنية