
oblique - golpogulo كلمات أغنية
চলে যাওয়ার বেলা, তবু বসে থাকা
কথা খুঁজে না পাওয়া, তবু ভালো লাগা
গল্পগুলো জমে চলে এভাবেই
আড়চোখে দেখা, একটু কাছে আসা
ইচ্ছে করে হাতে আলতো ছোঁয়া লাগা
গোধূলি ছুঁয়ে দিলো এই তোকে
উঁকি দিয়ে ডুবে যাওয়া চাঁদ
নিমগ্ন কিছু রাত
কার্নিশে বসে থাকা কাক
সব এভাবেই থাক
ভেসে যাচ্ছে খোলা স্রোতে
কত মন্ত্র জীবন থেকে
কুড়িয়ে পাওয়া কয়েক মিনিট
এভাবেই কেটে যাক
ভেসে যাচ্ছে খোলা স্রোতে
কত মন্ত্র জীবন থেকে
কুড়িয়ে পাওয়া কয়েক মিনিট
এভাবেই কেটে যাক
বেড়ে ওঠার ভিড়ে, তোর ভেতরে
আলিঙ্গনের রাতে ফোন হাতে নিয়ে
গিটারে ভাঙা গানের সুরে
সম্মোহন চোখের আধো হেঁয়ালিতে
সংবেদন শাসন খামখেয়ালিতে
লুকিয়ে রাখা উপহারের ভিড়ে
উঁকি দিয়ে ডুবে যাওয়া চাঁদ
নিমগ্ন কিছু রাত
কার্নিশে বসে থাকা কাক
সব এভাবেই থাক
ভেসে যাচ্ছে খোলা স্রোতে
কত মন্ত্র জীবন থেকে
কুড়িয়ে পাওয়া কয়েক মিনিট
এভাবেই কেটে যাক
ভেসে যাচ্ছে খোলা স্রোতে
কত মন্ত্র জীবন থেকে
কুড়িয়ে পাওয়া কয়েক মিনিট
এভাবেই কেটে যাক
كلمات أغنية عشوائية
- inzanemane - grinsen كلمات أغنية
- mc finer flame - eecs at michigan كلمات أغنية
- y$57 - live and die by the triple six كلمات أغنية
- isoxo - ground كلمات أغنية
- vladboi - oxigen كلمات أغنية
- myuk - snow كلمات أغنية
- kirstyn hippe - horcruxes كلمات أغنية
- radio & weasel - can't let you go كلمات أغنية
- baraka performers - baraka performers biography and profile كلمات أغنية
- monomaniac - spit كلمات أغنية