oblique - bicchinno كلمات الأغنية
পড়ে ফেলা গল্প, পুরোনো খবর
এলোমেলো চুল, ঘুমভাঙা ঘোর
পড়ে ফেলা গল্প, পুরোনো খবর
এলোমেলো চুল, ঘুমভাঙা ঘোর
একঘেয়েমি ধোঁয়ার সাথে উড়িয়ে দিচ্ছি
অবসন্ন আমি সকাল থেকেই একই গান শুনছি
যা ছিলো ভোলার, মনে রাখার
চোখের ভারী পর্দার ফাঁকে গুঁজে রাখি
বিচ্ছিন্ন খেয়াল
আমার তেপান্তরের মাঠ পেরোনো বাকি
চোখ মেলে দেখছি এই অবেলায়
দালানের মাঝে আটকে থাকা সুখ
মিছিলের শব্দ ভেসে আসে
দেখি আমার মতো থমকে থাকা মুখ
একঘেয়েমি ধোঁয়ার সাথে উড়িয়ে দিচ্ছি
অবসন্ন আমি সকাল থেকেই একই গান শুনছি
আমি ফিরে দেখেছিলাম তোমাকে
আমি ফিরে দেখেছিলাম সময়
আমি ফিরে দেখেছিলাম ভালোবাসা
আমি ফিরে দেখেছিলাম তোমায়
যা ছিলো ভোলার, মনে রাখার
চোখের ভারী পর্দার ফাঁকে গুঁজে রাখি
বিচ্ছিন্ন খেয়াল
আমার তেপান্তরের মাঠ পেরোনো বাকি
যা ছিলো ভোলার, মনে রাখার
চোখের ভারী পর্দার ফাঁকে গুঁজে রাখি
বিচ্ছিন্ন খেয়াল
আমার তেপান্তরের মাঠ পেরোনো বাকি
كلمات أغنية عشوائية
- tommy ls - the function كلمات الأغنية
- bleachers - wild heart (live at radio city music hall) كلمات الأغنية
- rolexbxndo - nudy trap كلمات الأغنية
- муравейник (anthill46) - нарыйаана (narihanna) كلمات الأغنية
- elvis - sätter dom på plats* كلمات الأغنية
- zior park - gotcha كلمات الأغنية
- sino msolo - thuli كلمات الأغنية
- orochi - meu passado كلمات الأغنية
- the smoke room - last train كلمات الأغنية
- caskey - feel freestyle كلمات الأغنية