oblique - bhondo كلمات الأغنية
[verse 1]
তোমার মাঝে লুকিয়ে রাখা
স্পর্শ হয়ে থমকে থাকা
দুস্থ, বর্ণ_মলিন কাগজে
ছায়াপথ আঁকড়ে ধরে রাখা
অন্ধ, ক্লান্ত, ব্যস্ত থাকা
বাহুতে মরচে ধরা সহজে
[chorus]
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
[verse 1]
তোমার মাঝে লুকিয়ে রাখা
স্পর্শ হয়ে থমকে থাকা
দুস্থ, বর্ণ_মলিন কাগজে
ছায়াপথ আঁকড়ে ধরে রাখা
অন্ধ, ক্লান্ত, ব্যস্ত থাকা
বাহুতে মরচে ধরা সহজে
[chorus]
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
[verse 2]
আকাশপানে যদি চেয়ে থাকো
আমায় তুমি জানিয়ে রেখো
আমি হন্যে হয়ে আর হাঁটবো না নগরে
সীমানায় দাঁড়িয়ে থেকো তুমি
স্বস্তি সত্যি খুঁজে নেবো আমি
যদি দেখা হয় অন্য কোনো প্রহরে
[chorus]
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
كلمات أغنية عشوائية
- life worship - how can we not (give praise) [live] كلمات الأغنية
- marco d'andragora - stanotte كلمات الأغنية
- ca7riel - oh shit كلمات الأغنية
- jaded juice riders - blackies كلمات الأغنية
- spndat - all the way (ft. sehya) كلمات الأغنية
- tyc - one day كلمات الأغنية
- eval & decana - club كلمات الأغنية
- кровосток (krovostok) - быть плохим (being bad) كلمات الأغنية
- redlens - chaotic needs كلمات الأغنية
- sharks in your mouth - marked كلمات الأغنية