
obhijaan band - dohi fuchka كلمات أغنية
দই ফুচকা- তুই ভালোনা
দই ফুচকা- আর খাবোনা
দই ফুচকা- তুমি বেশরম, তোমার নজর ভালোনা
দই ফুচকা- তুমি বেহায়া
দই ফুচকা- তুমি বেশরম
দই ফুচকা- তোমার সাথে আর আমি কোথাও যাবোনা
হুম, একদিন আমি সন্ধ্যার টাইমে বক্সিবাজার যাই
চম্পা আমার জানের জান ফুচকা খাইবো তাই
ফুচকার বাটি হাতে নিয়া চম্পার পিছে চাই
সেই একটা সাচাক্ষা বইসা আছে তাই
চম্পার চোখে ফাকি দিয়া মুচকি মুচকি চাই
এই মাইয়া একটা সেই পিস চম্পা হইছে ছাই
এই সিন দেইখা চম্পায় উস্টা দিছে তাই
এখন থাইকা মাটিতে চাইয়া দই ফুচকা খাই
আমি যে শুনে বেড়াই, তুমি ত সেই তুমি নয়
কেমনে মনকে বুঝাই, তুমি যে আমার নও
দই ফুচকা- তুই ভালোনা
দই ফুচকা- আর খাবোনা
দই ফুচকা- তুমি বেশরম, তোমার নজর ভালোনা
দই ফুচকা- তুমি বেহায়া
দই ফুচকা- তুমি বেশরম
দই ফুচকা- তোমার সাথে আর আমি কোথাও যাবোনা
ফুচকার কি সাইজ ও পিস করা করা
ফুচকার দোকানে দেখি ঝালমরিচ ভরা
তেতুলের কি টক, পুরা চোখে ধরা
আমার কি করা গাছে পাকা তেতুল ভরা
রূপবতী মেয়ে রূপে অনেক ধার
দশ কেজি মরিচ তবু মানে হার
আমি যে শুনে বেড়াই, তুমি ত সেই তুমি নয়
কেমনে মনকে বুঝাই, তুমি যে আমার নও
দই ফুচকা- তুই ভালোনা
দই ফুচকা- আর খাবোনা
দই ফুচকা- তুমি বেশরম, তোমার নজর ভালোনা
দই ফুচকা- তুমি বেহায়া
দই ফুচকা- তুমি বেশরম
দই ফুচকা- তোমার সাথে আর আমি কোথাও যাবোনা
পয়সার অভাব, জ্ঞান দেয় স্বভাব
দেড়শো টাকায় দই ফুচকার কাবাব
সিরিয়ালে থাকে দেখো কত নবাব
মহুয়া বেবির দাওয়াতে
কত কি যে কাহিনী সাজে
চাচা চাচিকে রেখে যুবতী দেখে
পাঁচ ফোঁড়ন দই আর মসলা মিশাইয়া
দই ফুচকা কি যাদু করলা… করলা…
দই ফুচকা- তুই ভালোনা
দই ফুচকা- আর খাবোনা
দই ফুচকা- তুমি বেশরম, তোমার নজর ভালোনা
দই ফুচকা- তুমি বেহায়া
দই ফুচকা- তুমি বেশরম
দই ফুচকা- তোমার সাথে আর আমি কোথাও যাবোনা
كلمات أغنية عشوائية
- ace of base - young and proud (demo) كلمات أغنية
- marianne faithfull - past present future كلمات أغنية
- john - forget about me (tradução) كلمات أغنية
- neako - sippin’ slow كلمات أغنية
- single gun theory - i've been dying كلمات أغنية
- luverobber - gucci trap كلمات أغنية
- the boxer rebellion - under control كلمات أغنية
- superdramago! - slowly but surely كلمات أغنية
- young buck - paycheck كلمات أغنية
- jivin scientists - thirsty كلمات أغنية