nonta biskut - shilpo amar كلمات الأغنية
Loading...
যেদিকে যায় এ দুচোখ
দৃশ্য টা অচেনা
মনের ই জানালা তে
আমার ই ছেলে খেলা
রং তুলি তে রং মেখেছি
ক্যানভাস খোলা আকাশ
যা খুশি তা রং ছড়িয়ে
ইচ্ছে মত আমার
যেদিকে দু পা বাড়াই
দিগন্ত টা আমার
মনের ই জানালাতে
আলোকিত জোছনা
সেই আলোতেই শিল্প আমার
কত সুর বেদনার
বলতে গিয়ে লিখেই ফেলি
নতুন একটা গান
আমার যত কল্পনা আমি তাতেই ডুবে আছি
নিজের মত ঘর বানিয়ে নিজেই তাতে থাকি
ভালবাসা একটু পেলেই অনেক দুর আমি হাঁটি
চাওয়া পাওয়ার অঙ্ক ফেলে কল্পনাতেই বাঁচি
আকাশ টা ছুতে চাই
বিবর্ণ মেঘেরা
বলে দিয়ে যায় আমায়
পৌঁছে গেছি আমি প্রায়
এলোমেলো গল্প আমার
বদলে যায় বারে বার
শুন্য হাঁতে ইচ্ছে গুলো আগলে রাখি আবার
كلمات أغنية عشوائية
- darren tate vs jono grant - nocturnal creatures كلمات الأغنية
- cassinis division - only for a while كلمات الأغنية
- ed gungor - this is the day كلمات الأغنية
- devonte jones - run-down كلمات الأغنية
- carrion - wonderful life كلمات الأغنية
- grupo optimo - te odio كلمات الأغنية
- dave billington - awesome in this place كلمات الأغنية
- darrell glenn - crying in the chapel كلمات الأغنية
- darleens - it's gonna be a cold cold christmas كلمات الأغنية
- chaz shepherd - awesome god كلمات الأغنية