
nonta biskut - olosh prohor كلمات أغنية
আকাশের নেই চাঁদ
ঘড়ের দেয়াল দেখে কাটাই রাত
আর ঘুম আসেনা
নিষ্ঠুর পৃথিবীতে
কেউ থাকেনা পাশে আমার
আনমনে অগোচরে
অবুঝ খেয়াল বারে বারে
আমায় শুধু প্রশ্ন করে
রাত শেষে আর কখন কি ভোর হবেনা
আধার কালো রাত্রির শেষে
ভোর হলেই আমি স্বপ্ন দেখি
যে অর্থের আকাশ পৃথিবীর
আর অর্থের তোমার আমার
||
সাদা কালো স্বপ্নের মাঝে আমি খুঁজে যাই
তোমার আমার নতুন ঠিকানায়
বারে বারে ডাকছে আমায়
আমি কোথায় যে হারিয়ে যাই
||
শত ভিরের মাঝেও আমি শুনতে পাই
তোমার কোমল কন্ঠস্বর
একবার চেয়ে দেখো আমি আনমনে
খুঁজছি তোমায়।
শুকনো ফুলটা আজ বইয়ের পাতায় মাঝে
মাঝে আমার চোখে অশ্রু ঝড়ায়
অলস প্রহর যেন থমকে থাকে
ঘড়ির কাটায়।
হঠাত ব্যস্ত হয় পুরোনো ছবির দল
ঘুমানো স্বপ্নগুলো বলছে যাবি
চল অসহায় আমি
চেয়ে থাকি নিরবতায়
সাদা কালো স্বপ্নের মাঝে আমি খুঁজে যাই
তোমার আমার নতুন ঠিকানায়
বারে বারে ডাকছে আমায়
আমি কোথায় যে হারিয়ে যাই
শত ভিরের মাঝেও আমি শুনতে পাই
তোমার কোমল কন্ঠস্বর
একবার চেয়ে দেখো আমি আনমনে
খুঁজছি তোমায়।
হঠাত ব্যস্ত হয় পুরোনো ছবির দল
ঘুমানো স্বপ্নগুলো বলছে যাবি
চল অসহায় আমি
চেয়ে থাকি নিরবতায়
শত ভিরের মাঝেও আমি শুনতে পাই
তোমার কোমল কন্ঠস্বর
একবার চেয়ে দেখো আমি আনমনে
খুঁজছি তোমায়।
كلمات أغنية عشوائية
- רותם כהן - hitchil hachom - התחיל החום - rotem cohen كلمات أغنية
- tiasu - mangled كلمات أغنية
- modern romance - band of gold كلمات أغنية
- icydarabbit - we live, we learn كلمات أغنية
- funktasztikus - ízig-vérig كلمات أغنية
- 4000 carats - cooloolé كلمات أغنية
- c-trox - 365 / what i want كلمات أغنية
- himzo polovina - emina كلمات أغنية
- жлъч x sezko x rusty - образеца 2 كلمات أغنية
- moonga k. - incandescent كلمات أغنية