
noble man - mohamaya (from ”borbaad”) كلمات أغنية
Loading...

[intro]
এ কার জীবন আমার কাঁধে?
আমি বইতে আর পারছি না
বেকার এ মন আবেগে বাঁধে
আমি সইতে আর পারছি না
[instrumental break]
[pre_chorus]
এ কার জীবন আমার কাঁধে?
আমি বইতে আর পারছি না
বেকার এ মন আবেগে বাঁধে
আমি সইতে পারছি না
এ কেমন ভালোবাসা?
কইতে পারছি না
[chorus]
মায়া, মায়া, মহামায়ার ভিতর
আমি কে, আমি কে, আমি কে তোর?
মায়া, মায়া, মহামায়ার ভিতর
আমি কে, আমি কে, আমি কে তোর?
[verse]
নেশাতে ডুবে গেলেও দেখি তোর ছবি
দূর আকাশের চাঁদেও একি তোর ছবি
নেশাতে ডুবে গেলেও দেখি তোর ছবি
দূর আকাশের চাঁদেও একি তোর ছবি
তোর প্রেমে ফুল হয়ে ফোঁটে ভুল সবই
তোর প্রেমে ফুল হয়ে ফোঁটে ভুল সবই
[chorus]
মায়া, মায়া, মহামায়ার ভিতর
আমি কে, আমি কে, আমি কে তোর?
মায়া, মায়া, মহামায়ার ভিতর
আমি কে, আমি কে, আমি কে তোর?
كلمات أغنية عشوائية
- xmeans to an endx - respect كلمات أغنية
- sr. bubbles bandojo rc - hesus ng aking buhay كلمات أغنية
- sam bowman - icarus (phantom version) كلمات أغنية
- lin pesto - delikanlım/emi كلمات أغنية
- sure conviction - change كلمات أغنية
- lorayfitz - perfect pair كلمات أغنية
- ryan vego - black sea كلمات أغنية
- louis fishmann - j.b كلمات أغنية
- gr0p - 2longtimee كلمات أغنية
- the brothers johnson - welcome to the club كلمات أغنية