kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

nishash - mishti aloo كلمات أغنية

Loading...

[intro: seelabel, nishash]
দাদা, দাদা
তোমাকে তো খুশি না করতে পারলে তুমি wolfpack থেকে kick করে দেবে
তো, আমি একটা funny beat বানিয়েছি, তুমি কি শুনতে ইচ্ছুক?
আরে তুই এই ভাবে কেনো বলছিস?
বাজা না!
see the label boi

[verse 1: nishash]
দাউ দাউ করে জ্বলছে তোর পরিবারের তিনটে লোকের তিনটে চিতা
হনুমান তোর ভুল হয়েছে চিনতে সীতা
srijato’র আগে শিখে আসা আর পরে আসা প্রতিদিন derrida
খারাপ লাগছে? feeding bottle_এ সন্ধ্যে বেলায় lean পেলি না? (এ বাবা)
গুন্ডা সেজে ভালোই ঢাকলি allegation আর মিথ্যা টা (ঢেকে দে)
ললিতা হচ্ছে jason x এর প্রেমে প্রথম চিন্তা টা (হে, হে)
nabokov তোকে দেখে লিখেছিলো “laughter in the dark”
metamorphosis ঘটাই scene_এর ‘kafka’ in the dark (একদম)
বাবার টাকায় bail নিয়ে ছেলে rap করছে, মহৎ ব্যাপার
বালি খাল এ ঢুকে ঝেল নিয়ে ছেলে cap করছে, মহৎ ব্যাপার
আলুর দোষে মায়ের আলুগুলো tap করছে, মহৎ ব্যাপার
baby cream মেখে jason x রাতে fap করছে, মহৎ ব্যাপার?
বাবার নাম কি lamp_post? আমি পা তুলি তোর বাবার মুখে!
মন খুলে আমি মুতলে বেশ্যা বালিখালে যাবি আবার ডুবে
তোর মা খাচ্ছে মামাতো চোদন, গাঁড় ঘষে তোর কাকার মুখে
trauma গুলো দিয়ে নেশা করে সোনা যাও rehab_এ আবার ঢুকে
mc blue_এর search history কচি এবং s_xy teen
zakaria street শুনলেই খোলে পাপ্পুর মা safety pin
বশিরহাট ঢুকে মার খায় ও শুরুর থেকেই দেখছি scene
৭০০, ১৩৫ হলো পাপ্পু দাদার safety pin
[pre_chorus: nishash]
শীঘ্র_পতন habit আছে তোর পরিবারের সিঁদুর এর
বীর্যপতন bra দেখে হয় বালিখালের ইদুর এর
ফিরতো রতন, রতন চিনে কাটি তালের বিহুতে
blue প্যান্টে হিশি করে ওর মাগি নাচে হিশুতে

[chorus: nishash]
মাগি নাচ, মাগি নাচ, মাগি নাচ (নাচ!)
মাগি নাচ, মাগি নাচ, খাবি মার! (মারবো না!)

[verse 2: nishash]
শিরাগুলো হলো string ভাই তোর বউ বাজিয়ে চলে গেলো?
বৈঠকে তোর পাড়ার লোকেরা ল্যাংটো নাচিয়ে বলে গেলো
৬ মাস পরে ফিরে এলে blue জানো কতকিছু পাল্টেছে?
jason x এর ফাঁপা বিচি দুটো cerelac এয় সাতরেছে
dr. red scissor মারছে mc blue_এর মা’র পেটে (খেচ খেচ)
কাক_মালা করা দেয় ভাই, আর কাক বসে বল কার পেটে? (কা কা)
king neel চল দেখাই একটা interesting magic trick!
সত্যি কথাটা বললেই হবে akramo তোর vanish b_tch
মারতে পারেনি কাউকেই ও খেয়ে গেলো শুধু panic trip
room_এর light টা বন্ধ করলে আলো দেবে ওর manic b_tch
mc blue এর চকচকে টাক panty ভেজায় শ্রাবণ আনে
বিচার চাইতে রাস্তায় নেমে অচেনা লোক এর মা_বোন টানে
পাড়ার দোকান এয় লোকজন তোকে দেখতে পেলেই পাথর মারে
আড়াই বছর বলে গেলি তোরা nishash না কি ঠাপন খাবে?
বারুদ এতটা গন্ধ ছাড়ে না এই টুকু বাঁড়া আতর জানে
তোদের কুত্তা আচড় মারে, আমার কুত্তা কামড় মারে
মা_বাবা না কি বউ_বাচ্চা, করবি কাকে দাফন আগে?
সব হারালে খারাপ সময়ে বেশ্যাদের ও আপন লাগে
স্বপ্ননীল তো পেটো বাঁধে রোজ নিজের ঝাটের চুল দিয়ে
পেটো ফেটে গেলে ঝাট এর মধ্যে বউ চলে যায় ফুল দিয়ে
স্বপ্ননীল এর বউ চা করে নিজের বুকের দুধ দিয়ে
খাঁটি বেশ্যার খাঁটি দুধ চা খাই সেটা আমি ফুঁ দিয়ে
[pre_chorus: nishash]
এই! স্বপ্ননীল না রেগে গেছে বারা এইবার ওর shooter আসবে!
army, police, mla এবং পাপ্পু’র একটা scooter আসবে (এ বাবা!)
budget কম তো k.g.f এয় তাই তোর বউ শুধু hooker সাজবে
south এর movie যুদ্ধের মাঝে নায়িকা ও বাঁড়া দু’বার নাচবে!

[chorus: nishash]
মাগি নাচ, মাগি নাচ, মাগি নাচ (নাচ বাঁড়া)
খাবি মার, মাগি নাচ, মাগি নাচ (নাচলি?)
মাগি নাচ, মাগি নাচ, মাগি নাচ (চল নাচ, নাচ)
খাবি মার, মাগি নাচ, মাগি নাচ (এই, এই)

[verse 3: nishash]
করি না পরনিন্দা, পরচর্চা, বড় scene তার বড় খরচা
open বলছি ভাই শোন এই cizzy’র জাতটা বড় বজ্জাত
videographer টাকা পায় শুনে cizzy’র গাঁড়টা বড় দরজা
streetfood_এ আমি share পাইনি এটাই আমার বড় লজ্জা
বাবরের শেষ প্রার্থনা শোন, আমিই হলাম শঙ্খ ঘোষ
শীঘ্র_পতন সিঁদুরের হলো সাতপাক হলো ধ্বংস তোর
ঠাপন চোর কৃষ্ণ আমার, মা চোদে মামা কংস তোর
আলুর দোষে blue রেখে দায়ে আলুর দমে অন্ডকোষ?
তোর মা বলছে, “নুনু সরা বাবু, শেষ হয়ে যাবে বংশ তোর!”
এইগুলো তোর নিজের সাথে থাকার একটা সঙ্গদোষ

[pre_chorus: nishash]
false case দিতে গেলে যেতে হবে বাঁশদ্রোণী
নিমতলা ঘাটের মতো মেরে ফেলে ভাঁজ করি
নিশ্বাস শ্বাস নিলে থেমে যাবে শ্বাস homie
‘২৪_এ gang তোকে ‘২৫_এ তে লাশ করি
[chorus: nishash]
নাচ মাগি, নাচ মাগি, নাচ (নাচলি?)
মাগি নাচ, মাগি নাচ, মাগি নাচ!
এই নাচ না টাকা দিয়েছি তো
খাবি মার মাগি, মাগি_
টাকে এমন একটা টকাস করে চড় মারবো না

[skit: nishash, smeetstyle]
দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রথম গানে বললি আমি ১৭ বছর এর একটা মেয়ের উপর “চড়াও” হয়েছি houseparty তে
পরের গান এয় বলছিস যে আমি একটা ১৭ বছর এর মেয়ে কে ভালোবাসি সেটা তোকে এসে বলেছি তাও আবার blush করে
কথা গুলো ঠিক মিলছে না ভাই বুঝলি?
চল সেটা না হয় বাদ দিলাম
তোর আলুর দোষ আছে বুঝতে পারছি
কিন্তু নিজের ex এর সাথে চুমু খাওয়ার ছবি নিজের channel_এ ফেলে রেখেছিস?
মেয়েটা বারাবার তোকে বারণ করার পরেও, বারবার request করার পরেও
ওকে ভাই, চল সেটাও আমরা বাদ দিলাম!
কি রে মাগি তু না কি কলকাতা rap scene কে খুব respect করিস?
khalpaar_এর rapper hope, ও আমার গান_এ এসে comment করেছে আর আমার গান share করেছে বলে_
সকাল বেলা ওকে ফোন করে তুই আর prominence রেন্ডি রোনা করলি, ওর সাথে গান cancel করলি, নিজের গান এয় ওকে diss করে দিলি, বাহ!
ওকে ভাই, সেটাও আমরা বাদ দিলাম
আমার কথার ভিত্তি জিগেস করছিস তো?
পুরো কলকাতা rap scene এই beef টা দেখছে, সবার গান শুনছে
mc blue নিজের আগের গান এয় বললো যে পাপ্পু না কি smeetstyle এর বাড়ি তে আমাকে মারতে এসেছিলো আর আমি ছাদ এয় লুকিয়ে ছিলাম?
এ ভাই smeetstyle কে একটা call কর!
একটা জিনিস আমার জানার ছিলো তোমার থেকে, সেটা হচ্ছে
তোমার বাড়ি তে যখন record করতে গেছিলাম তুমি আমাকে একটা কথা বলো
কোন দিন prominence এসেছিলো আর ছাদে উঠেছিলাম
“না না ওগুলো অনেক কিছু cap করেছে, আমি তোকে একটা কথা বলছি”
মজা আসলো না শুনে, কি বললো last_এ? আরেক বার বাজা
“না না ওগুলো অনেক কিছু cap করেছে আমি তোকে একটা কথা বলছি”
এইবার মজা আসলো
চল ভাই, ভালো থাকিস
পুরো বাংলা rap scene কে আমার ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...