
nishash - mafia kill كلمات أغنية

[verse 1]
আমি থেমে গেলে থেমে যাবে পুরো পৃথিবী (nishash)
এক সাইডের story শুনে বলে “ছি! ছি! b”
salary গল্প মারায় ওরা এটা c.t.c (cash)
আমার verse সমালায় বাংলা scene এর g.d.p
poster ছেপে post বের করে, ছয় ছয় ছয়, tcp
“কী কী scene? gg king, easy k!ll”
“হি_হি_হি”, কথা চোদালেই spray করি আমি (pi_pi_pi)
বারুদ ভরা নল gang এ লোক সব ttg
b.t scene খাটে বডি রেখে মাখিয়ে দিয়েছি ঘি, ঘি, ঘি (etc.)
ঘরের খবর বাইরে ছাপছে (bbc)
(কী? কী? কী?)
[chorus]
mafia k!ll!
ছেলেপেলে হার ভেঙে দেবে ছাপিয়ে বিল
গাঁর মারা খাওয়ার আগে দ্যাখ mafia কী!
trash tray_তে ash করা মানে mafia k!ll
গলা কাটা মুখে মোতা মানে mafia k!ll
ছেলেপেলে হার ভেঙে দেবে ছাপিয়ে বিল
mafia k!ll!
[verse 2]
চাল ক্ষোভ বিনা চালি
মা’কে ভোগ দিই না জালি
টানি stroke সিনা খালি
তোদের মাথা গলায় ঝোলে আমি
দক্ষিণা কালি
fame লোক চিনে সরে
নেশা stove কিনে করে
airport lean এর পরে
লাশের উপর পা রেখে নাচি
দক্ষিণেশ্বরে
ব্যাস tray!
মৃত দেহ ছোট আরো ছোট casket
story দিয়ে কাঁদে রাতে কই stash tray?
বাল বকার সময় খেতে নেই hash tray
trash কে?
box vibe দেবে বর্ধমানেও cazz রে!
[chorus]
mafia k!ll!
প্রতিদিন মদ, lean, coke _এ মাগীরা chill
তোর pin_code _এ, তিন vote মাফিয়া কি
gang scene বুঝে, clean ঠোকে mafia k!ll
হৃদ_পিন্ডতে, পিন ঠোকে mafia k!ll
গাঁর মারা খাওয়ার আগে দ্যাখ mafia কী!
mafia k!ll!
[verse 3]
ছেলে honda বোঝে না bmw, silver spoon খেলে খেলে
তোর বাবার টাকায় ভাজি তোর gang তেলে ফেলে, খেলে
কাজ করে খায়, হাফতা তোলে না ছেলেপেলে
আর ভাই চোদে না রে ভাইয়ের বউ কে, খুন করে ভাই জেলে গেলে
sale _এ কেনা মাগী বাঁড়া ছেড়ে চলে যাবে
scene _এ আরও দামী ছেলে এলে
তুই বুঝে যাবি চোরা পকেটের নীচে ছোরা ছিল
সোনা ছেড়ে গেলে সালা নিঃশ্বাস রোজ নিঃশ্বাস সাজে বক্সী কে রাতে মেরে ফেলে
বলে ceo
আমার b.t, আমার স্মৃতি, আমার বিচিও
আমি gto
গাড়ি নারে বাঁড়া নিঃশ্বাস দিয়ে flex মেরে হয় video
আমার গানে নাচে তোর বৌদি, তোর পিসি, তোর দিদিও
ঝামেলা মিটিও (slatt)
আর নেকামো চোদালে লাশ পরে যাবে বাড়ির পাশেই
b.t road
[outro]
tagliando la gola a quella mafia
মারি রাস্তাতে গাড়ির hood, খুইলা মাফিয়া
tagliare i legami di quella mafia
كلمات أغنية عشوائية
- circus-p - from bronze to gold كلمات أغنية
- the goat mob - the mob كلمات أغنية
- john hiatt - the odds of loving you كلمات أغنية
- h4ze - grind so hard كلمات أغنية
- jaspertoofly - come thru كلمات أغنية
- attifaya - tension كلمات أغنية
- idk - end of discussion كلمات أغنية
- fast romantics - sleepy jean كلمات أغنية
- (damn) this desert air - lonely train كلمات أغنية
- dailyofharmony - fresh كلمات أغنية