nishash - 4/11 كلمات الأغنية
[verse 1]
b_tch নেশা করে টাকা ঝেড়ে গাঁর মারতো
সংসার ভেঙে গেলে বল মাল পাঠাবো
বখড়ি ঈদে খাসির মাথা কেটে ছাল ছাড়াবো
চারটে কাঁধ পাবি না বল, কাঁধ পাঠাবো?
বউ half_girlfriend মানে, আধখানা তোর
তোর হয়ে গেলে পাঠাস আমি রাত কাটাবো
টাকা আসে gutter থেকে bread এ b_tter ছুরি মেখে
কারোর মাথার খুলি ফাটে কারোর ফাটে ছুরি দেখে
তোর ভালোবাসার দাম কম prada, gucci এর থেকে
p_ssy wet এত বেশী আমি সাঁতার কাটি ও lake_এ
fatherless b_tch_এর father হয়ে খাবার বারি plate_এ
চাকা ঘোরে নরক আমার দু’টো কবর খোরে
baddie বলে nishy আরও জোরে
hoephase এসে hoe আমার ওড়ে
চাকা ঘোরে, চাকা_
[verse 2]
table_এর থেকে lines গুলো পুরো কুকুরের মতো শুকেছিলো
বাঁড়া তোর main b_tch ঘর ভাড়া করে opps দের সাথে শুয়েছিলো
আর আর ঠোঁট দিয়ে ঠোঁট মেপে নিয়ে
আমার পা থেকে মাথা ছুঁয়েছিলো
তাই কথা বলার আগে মনে করে দ্যাখ কার d_ck কার মুখে ছিলো
groupie hoe বাড়া group বাজি করে popular gang_এ ঢুকেছিলো
তোদের b_tch গুলো mad, তোদের বউ গুলো senaky
snitch করে পা তুলে smells very fishy
push করি p তাই মুখে নেয় pp
raw পরে hit গুলো p_ssy গুলো freebie
টাকা আসে asap, b_tch হয় riri
rum, তারি mix করে মুখে জ্বলে বিড়ি
আমি needy আর আমার gang greedy
নেই কোনো leaky, wolfpack cliquey
আমি needy, আমার নারী চায় স্মৃতি
মাথায় আছে crown b_tch আমি game জিতি
blue tick ass নিয়ে pub_এ club_এ scene
hoe whiskey টা গিলে নিয়ে glass _এ ঢালে gin
hoe one night stand টা তো আগের মাসের ঋণ
hoe false case দেয় খায় মাঝে মাঝে খিট
hoe দেখা কোন থানা তোর কাজে লাগে, কি?
hoe দেখবো তো তোকে আয় আজে বাজে দিন
b_tch নেশা করে টাকা ঝেড়ে গাঁর মারতো
সং_সার ভেঙে গেলে বল মাল পাঠাবো
বখড়ি ঈদে খাসির মাথা কেটে ছাল ছাড়াবো
চারটে কাঁধ পাবি না বল, কাঁধ পাঠাবো?
বউ half_girlfriend মানে, আধখানা তোর
তোর হয়ে গেলে পাঠাস আমি রাত কাটাবো
বামুন b_tch বল তোর ঘরে চাঁদ পাঠাবো?
pathological liar বাঁড়া চার এগারোর
[chorus]
hoe ৪/১১
hoe ৪/১১
hoe ৪/১১
hoe ৪/১১
hoе ৪/১১
كلمات أغنية عشوائية
- mino (french) - personne n'est innocent كلمات الأغنية
- paul odir - melancholy dreams كلمات الأغنية
- hs87 - enormous كلمات الأغنية
- johnny flynn - the water كلمات الأغنية
- ness vally - zina كلمات الأغنية
- newsies original broadway cast - the world will know كلمات الأغنية
- tm - think كلمات الأغنية
- nice & smooth - cake and eat it too كلمات الأغنية
- tlf - gta كلمات الأغنية
- østkyst hustlers - hustleroverfarten كلمات الأغنية