
nilufar yasmin - aji nutan ratane كلمات أغنية
আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও।
আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও।।
আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে,
মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে।
পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে,
মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে।
শ্যামলে কোমলে কণকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও
আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও।।
আজি বীণায় মুরজে স্বননে গরজে জাগিয়া উঠুক গীতি গো
আজি হৃদয় মাঝারে জগতে বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো ।।
আজি নূতন আলোকে নূতন পুলকে
দাও গো ভাসিয়ে ভূলোকে দ্যুলোকে,
নূতন আলোকে নূতন পুলকে
দাও গো ভাসিয়ে ভূলোকে দ্যুলোকে,
নূতন হাসিতে বাসনারাশিতে জীবন মরণ ভরিয়ে দাও।
আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও।
আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও।
আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও।
আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও।
লিরিক্স by দখিনা হাওয়া aneevlemusic
كلمات أغنية عشوائية
- yxng bane - thriller كلمات أغنية
- rosa van bommel - nachtdans كلمات أغنية
- cutloverx - churchbulent كلمات أغنية
- cults - closets & bullets كلمات أغنية
- danile tshazibane - faceit كلمات أغنية
- boi mystery - runnin wild كلمات أغنية
- hasenscheisse - so wie der strauß كلمات أغنية
- jason ross - when the night falls (sunny lax remix) كلمات أغنية
- cathcart - farther away كلمات أغنية
- acke - intro gonzalo maravilla fuenzalida كلمات أغنية