
nikhita gandhi feat. anupam roy - bangali maacher jhol (from "maacher jhol") كلمات أغنية
পেটের চিন্তায় কাটছে বার মাস
বোরিং জীবন মজার অক্টোপাস
সেই মজায় আমিও আছি
সুযোগ এলো
সুযোগ আসছে ওই
সবাই চাইছে কিন্তু পাচ্ছে কই?
তাই কেমন চুপসে আছে
কলা পাতা দিয়ে রেখে ঢেকে চল না
রেসিপিতে বেশি কিছু পাওয়া গেল না
নুনে আর হলুদে মিশে স্বাদ আরও বাড়ে কিসে
দূর ছাই
আমি কি পাড়ব বানাতে?
বাঙ্গালি মাছের ঝোল
বাঙ্গালি বাঙ্গালি
বাঙ্গালি মাছের ঝোল
বাঙ্গালি বাঙ্গালি
যা বানাচ্ছি মনে হচ্ছে ননসেন্স
তলানিতে ঠেকেছে কনফিডেন্স
তাও কড়াই ভরছি তেলে
আসল রান্নার পদ্ধতিটা কি?
মনের কথা বলার চালাকি
নিজেকে দেব ঢেলে
কলা পাতা দিয়ে রেখে ঢেকে চল না
রেসিপিতে বেশি কিছু পাওয়া গেল না
নুনে আর হলুদে মিশে স্বাদ আরও বাড়ে কিসে
দূর ছাই
আমি কি পাড়ব বানাতে?
বাঙ্গালি মাছের ঝোল
বাঙ্গালি বাঙ্গালি
বাঙ্গালি মাছের ঝোল
বাঙ্গালি বাঙ্গালি
বাঙ্গালি মাছের ঝোল
বাঙ্গালি বাঙ্গালি
বাঙ্গালি মাছের ঝোল
বাঙ্গালি বাঙ্গালি
كلمات أغنية عشوائية
- policías y ladrones - mi spot favorito كلمات أغنية
- hyp3r - no feeling كلمات أغنية
- deech - hotbox كلمات أغنية
- soulmass - zero world كلمات أغنية
- the red krayola - we feel fine كلمات أغنية
- sheri james - sobre esta vida كلمات أغنية
- e.b. - my heart + oddworld كلمات أغنية
- cocoon - unchained melody كلمات أغنية
- neverland (hair metal) - drinking again كلمات أغنية
- разряд (razryad) - praedicator كلمات أغنية