![kalimah.top](https://kalimah.top/extra/logo.png)
nihon - ki (কি) كلمات الأغنية
[intro]
mic check
ন_হ্রস্ব_ই_হ_ন
oldies production
bangladesh underground
৫৫ নং punch road
নগর খানপুর, এই, নারায়াণগঞ্জ
[chorus]
খাইলাম না, লইলাম না আমিই বলে চোর
কী? খালে দেহি সমুদ্রের পানি
কী? চোরের মোহে গৃহস্থের বাণী
কী? সুদ খাইয়া গলা হুগানি
কী? মাতায় হাত, চোক্কে ছানি
কী? সিদা থুইয়া উলটা বুঝে খালি
কী? হগল মাইনষের ভুলটা খুঁজে খালি
কী? পট্টি মারতে আমারেই পা’লি
কী? নাকে ভরা ঘি (হোন)
[verse 1]
কিরে ভাই আগর বাগর, কাগো লগে জোড়া দিলি কাগর
বেট্টা বিদ্যা নাই মাতায় নামে বিদ্যা সাগর
বুদ্দি দোড়ায়, উকিলের বাসাতের আগে
চাসায় যেনো যায়, হেনো খায়, হেনোই গিয়াই আগে
দুপ! একদাম চুপ
এহেক সেহেক দিনে ভায়ের এহেক সেহেক রুপ
কানা ওলায় ধরে, জ্বালায় জইল্লা মরে
মরা সাপের মাতায় বিষ,শইল ছাড়াই লরে চরে
আরে দুত্তার বড় ভায়ের চোইদ্দো গুস্টি গিলাই
এই শহরের বুকে বাঘের মাসি বিলাই
আমরা ১৬ আনা পাইলে ভাই ১৬ জনরে বিলাই খাই
আর ভায়ের মতো পারলামই না দিতে সুন্দর সিলাই
হাত্তি গেলে দেহে না, মোশা গেলে খাবলা মারে
মনের দুক্ষে ফালডা পরে, নদীর পানি খালডা পরে
হরে তগো গান হুনলেই মাতা ধরে
কুক্ষাইন্না মরে না, বাইচ্চা থাইক্কা যা_তা করে
[chorus]
কী? খালে দেহি সমুদ্রের পানি
কী? চোরের মোহে গৃহস্থের বাণী
কী? সুদ খাইয়া গলা হুগানি
কী? মাতায় হাত, চোক্কে ছানি
কী? সিদা থুইয়া উলটা বুঝে খালি
কী? হগল মাইনষের ভুলটা খুঁজে খালি
কী? পট্টি মারতে আমারেই পা’লি
কী? বেশিরভাগ গায়ক জোড়াতালি
[post_chorus]
আগের বাহাদুরি এহন গেল কই? (গেল কই?)
আগের বাহাদুরি এহন গেল কই? (আবার ক)
আগের বাহাদুরি এহন গেল কই? (খবর নাই)
আগের বাহাদুরি আমরা হুতা ছাড়াই উড়ি
[verse 2]
এই থো, চন্দনের পো
নগদ খাইয়া বাকি চাস আর বাকির হিসাব কো?
এই রহম সুলুম, কেমনে যে ভুলুম?
তগো ঠাই কোনো ওইবো আল্লাহ_খোদা মালুম
যা এল্লা খাপের খাপ, আব্দুল্লার বাপ
কেইচ্ছা মনে কইরা এহন খুইদ্দা দেহি সাপ
ইন্দাইলে পিন্দাইতে চায় নতুন খাপ
পুতুল টেকা ছাড়া কতা কয় না খালি খোজে লাভ আর লাভ
কিরে হজ কামায়া দেহি পুরা আংগায়া লাগি রে
বন্ধু কইয়া বন্ধুরেই ভাংগায়া খালি রে
রক্ত থুইয়া পরের লেগা জান দা’লালি রে
খোদাই হার পাইয়া নগদে বান দা’লালি রে
ভাত খাস ভাতারের, গুন গাস লাঙ্গের
পদ্মার মাঝি স্বভাব দুষে চাষ করে গাঙ্গে
মাতার তার ছিরা
বে_তা_ছিরা
আংগো ঘাটে ঠাই নাই নৌকা অন্য ঘাটে ভিরা (দোউপ)
[chorus]
কী? খালে দেহি সমুদ্রের পানি
কী? চোরের মোহে গৃহস্থের বাণী
কী? সুদ খাইয়া গলা হুগানি
কী? মাতায় হাত, চোক্কে ছানি
কী? সিদা থুইয়া উলটা বুঝে খালি
কী? হগল মাইনষের ভুলটা খুঁজে খালি
কী? পট্টি মারতে আমারেই পা’লি
কী? বেশিরভাগ গায়ক জোড়াতালি
[post_chorus]
আগের বাহাদুরি এহন গেল কই? (গেল কই?)
আগের বাহাদুরি এহন গেল কই? (আবার ক)
আগের বাহাদুরি এহন গেল কই?
আগের বাহাদুরি ,আগের, আগের বাহাদুরি
এই আগের বাহাদুরি এহন গেল কই?
এই আগের বাহাদুরি এহন গেল কই? (কী জানি?)
আগের বাহাদুরি এহন গেল কই?
এই আগের বাহাদুরি এহন গেল কই?
[outro]
peace
كلمات أغنية عشوائية
- massaroni pianoforti - uguale a me كلمات الأغنية
- garbage - teaching little fingers to play كلمات الأغنية
- eve crew - trash lord كلمات الأغنية
- chk - mi criaturita كلمات الأغنية
- steevy cruz - tribute to lukas graham كلمات الأغنية
- 藤原さくら - summertime (sakura sano with kohei kamishiro ver.) كلمات الأغنية
- pic - an rezime كلمات الأغنية
- sevn alias - centen كلمات الأغنية
- fat trel - gabos كلمات الأغنية
- timbaland - callin and callin كلمات الأغنية