niaz mohammad chowdhury - kede kede ki hobe كلمات الأغنية
কেঁদে কেঁদে কি হবে …
শিল্পীঃ নিয়াজ মোহাম্মদ চৌধুরী
কথাঃ আনোয়ারুল করিম
সুরঃ মোস্তাক আহমেদ
কেঁদে কেঁদে কি হবে
আরেকটা হবে না তো যমুনা
কেঁদে কেঁদে কি হবে
আরেকটা হবে না তো যমুনা
না হবে পদ্মা না হবে মেঘনা
না হবে তাজমহলের নমুনা।।
কেঁদে কেঁদে কি হবে
আরেকটা হবে না তো যমুনা
music
কেঁদেই যদি দুঃখ যেতো
তবে অশ্রুধারায় শত নদী সাগর গড়ে উঠতো।
কেঁদেই যদি দুঃখ যেতো
তবে অশ্রুধারায় শত নদী সাগর গড়ে উঠতো।
তাই মিছে এই কান্নার অশ্রুটুকু
তুমি মুছে ফেল না
না হবে পদ্মা না হবে মেঘনা
না হবে তাজমহলের নমুনা।।
কেঁদে কেঁদে কি হবে
আরেকটা হবে না তো যমুনা
music
সুখ যদি চিরসাথী হতো
তবে দুঃখ কী আর স্মৃতি
গভীর চোখের জলে ভাসতো।
সুখ যদি চিরসাথী হতো
তবে দুঃখ কী আর স্মৃতি
গভীর চোখের জলে ভাসতো।
তাই হৃদয়টা পোড়া অগ্নি জ্বালা
তুমি বুকে রেখো না
না হবে পদ্মা না হবে মেঘনা
না হবে তাজমহলের নমুনা।।
কেঁদে কেঁদে কি হবে
আরেকটা হবে না তো যমুনা
না হবে পদ্মা না হবে মেঘনা
না হবে তাজমহলের নমুনা।।
কেঁদে কেঁদে কি হবে
আরেকটা হবে না তো যমুনা
كلمات أغنية عشوائية
- 2kthagoon - didn't try كلمات الأغنية
- elvellon - silence from the deep كلمات الأغنية
- lxcixs - evil inside كلمات الأغنية
- caprisean - kolorblind كلمات الأغنية
- the casualties - rebel كلمات الأغنية
- tica douglas - ease كلمات الأغنية
- owl city - good time (arne bootleg) كلمات الأغنية
- maudy ayunda - tahu diri كلمات الأغنية
- o.n.a. (zespół rockowy) - w mojej głowie كلمات الأغنية
- loboda - diego thug كلمات الأغنية