niaz mohammad chowdhury - aj ei brishtir kanna كلمات الأغنية
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ।।
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়…
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে…
লুকিয়েছিলে ঐ মুখ।।
music. 4=8 bit kawarba
বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি…
কত দূরে যাবে বলো।
কত দূরে যাবে বলো।
তোমার পথের সাথী হবো আমি।।
বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি
কত দূরে যাবে বলো।
কত দূরে যাবে বলো।
তোমার পথের সাথী হবো আমি।।
music 4=8 bit kawarba
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো।
কোন দূরে যাবে… বলো।
তোমার চলার সাথী হবো আমি
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো।
কোন দূরে যাবে বলো।
তোমার চলার সাথী হবো আমি
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ।।
আঃ… আঃ…
end
shafiq
كلمات أغنية عشوائية
- one year later - foolish man كلمات الأغنية
- thriller shift - ghetto story كلمات الأغنية
- sega - dreams dreams كلمات الأغنية
- donnie wahlberg - i got it كلمات الأغنية
- pat travers - crash and burn كلمات الأغنية
- domenico modugno - pasqualino maraggia كلمات الأغنية
- deathstars - white wedding كلمات الأغنية
- domenico modugno - un calcio alla citta كلمات الأغنية
- cheryl cole - didn't i (fight for this love) كلمات الأغنية
- the platters - it's raining outside كلمات الأغنية