nemesis (bgd) - shomoy nei aar كلمات أغنية
Loading...

কে রাখেনি তারই কথা
আমি চাইনি তোমারই চাওয়া
কেউ আসেনি এ কারখানাতে
তোমার কথা শুনে যায় হারাতে…
কোনদিনও আমায় দেখে
কোনদিনও আমায় ভেবে…
সময় নেই আর সরে দাঁড়াবার
সময় নেই আজ ফিরে তাকাবার
সময় নেই আর কোনকিছু হারাবার
সময় নেই আর…
কেউ দেখেনি তোমার আগমন
কেউ বোঝেনি তোমার প্রয়োজন
কোনদিনও তোমায় দেখে
কোনদিনও তোমায় ভেবে…
সময় নেই আর সরে দাঁড়াবার
সময় নেই আজ ফিরে তাকাবার
সময় নেই আজ কোনকিছু হারাবার
সময় নেই আর…
এখন কি হবে
সবার দিকে তাকিয়ে
কত কি দেখার আছে
এই কারখানাতে…
সময় নেই আর সরে দাঁড়াবার
সময় নেই আজ ফিরে তাকাবার
সময় নেই আর কোনকিছু হারাবার
সময় নেই আর…
كلمات أغنية عشوائية
- magazine - you never knew me كلمات أغنية
- arthur russell - me for real كلمات أغنية
- wayland - on my knees كلمات أغنية
- k d lang - three cigarettes in an ashtray كلمات أغنية
- tapping the vein - razor blades كلمات أغنية
- godiva - running from the past كلمات أغنية
- randy travis - heroes and friends كلمات أغنية
- martina mcbride - at last كلمات أغنية
- john cafferty the beaver brown band - open road كلمات أغنية
- mavado - jah is my everything كلمات أغنية