nemesis (bgd) - bir كلمات أغنية
কোথায় আছ যে
এলাম তোমারি খোঁজে
সূর্যের আলোতে
আর নাহয় মেঘেরই ভেতরে
কোথায় আছ যে
পারবে কি আমায় জানাতে
মনের ভেতরে
পারবে মন নতুন বানাতে
কার কাছে এত প্রয়োজন
সব আশা ছেয়ে রাখাতে
যার সবি জুড়ে প্রয়োজন
কল্পনায় চেয়ে থাকাতে
দূর পথে ক্লান্তির মুখেতে
এই ভেবে অগ্রসর
নতুন স্বপ্ন কবে দেখা
মনে পরে না
আলোকিত হয়ে ওঠো
আছে সবাই আলোড়িত
জেগে ওঠার কথা বল
কিরণ মেলায় নেবে চল
কবে বলত
দেবে আমায় একটু আলো
অন্ধকারেতে
প্রশ্ন আমার হাজারো
কোন গোপন শব্দের আড়ালে
মৌনতা ভাঙবে সবার
কোন বাঁকের উৎসয় বেরোলে
ঠিক পথে ফিরব আবার
দূর পথে ক্লান্তির মুখেতে
এই ভেবে অগ্রসর
মনে লাগে রঙিন আলোয়
ভোরের শুভ্রতা
আলোকিত হয়ে ওঠো
আছে সবাই আলোড়িত
জেগে ওঠার কথা বল
কিরণ মেলায় নেবে চল
তোমারই কথায় চেয়ে দেখি
আমার হাতে রোদের খেলা ভাঙ্গে ঘুম
মনেরই ব্যাথায় খুঁজে থাকি
গভীরতায় লুকানো সব
কত রং, আর কত সুখ
আর কতবার এগিয়ে যাওয়া
কত গান কত সুখ…
আলোকিত হয়ে ওঠো
আছে সবাই আলোড়িত
জেগে ওঠার কথা বল
কিরণ মেলায় নেবে চল…
কোথায় আছ যে
কোথায় আছ যে
কোথায় আছ যে
কোথায় আছ যে
كلمات أغنية عشوائية
- mirjana negovanović - sve se lepo završava كلمات أغنية
- tony vask - liminal spaces كلمات أغنية
- losteyes - куртка (jacket) كلمات أغنية
- automatikk - aufstand كلمات أغنية
- fred e.t. - no shade from the son كلمات أغنية
- the solutions (솔루션스) - dncm كلمات أغنية
- mike oxlong - selva كلمات أغنية
- rbd - para olvidarte de mí (remix) كلمات أغنية
- alice peralta - fruit sundae (joreom remix) كلمات أغنية
- fran c & jere klein - mi automóvil كلمات أغنية