nashid - tomar jonne كلمات الأغنية
তুমি, জানিনা কোথায় আছো
আর আমি একা
তাইতো আছি বসে একা
আনমনে জন্যে তোমার
তোমার জন্যে আবারো
লিখেছি এই নতুন গান
কোনো দূর অচেনা সুরে
আজ আমার
জীবন যাচ্ছে কেটে দাও
তোমায় ছাড়া সারাক্ষণ
তবু প্রতিমুহূর্তে
তোমার জন্যে কাঁদে মন
জানি আমি নেই পাশে আর
তবু ঘোড়ে আজও তোমার
আনমনে চিন্তা আমার
তুমি করো রাজ
থেমে থেমে সময় চলে যায়
রাত জেগে শুধু তোমারি কল্পনায়
হারিয়ে যাই কোন যে অজানায়
অন্য কারো নয় তোমারি আশায়
তোমার জন্যে আবারো
লিখেছি এই নতুন গান
কোনো দূর অচেনা সুরে
আজ আমার জীবন যাচ্ছে কেটে দাও
তোমায় ছাড়া সারাক্ষণ
তবু প্রতিমুহূর্তে
তোমার জন্যে কাঁদে মন
আছি এখন আমি
তোমার অপেক্ষায়
অপেক্ষা নয় আমার
তোমার জন্যে প্রতীক্ষা
তোমার জন্যে আবারো
লিখেছি এই নতুন গান
কোনো দূর অচেনা সুরে
আজ আমার জীবন যাচ্ছে কেটে দাও
তোমায় ছাড়া সারাক্ষণ
তবু প্রতিমুহূর্তে
তোমার জন্যে কাঁদে মন
كلمات أغنية عشوائية
- yung smoker - journey كلمات الأغنية
- thugga massina - jeen-yuhs كلمات الأغنية
- nik$a - сыплю деньги (dropping money) كلمات الأغنية
- kidmangur - dime كلمات الأغنية
- masiwei - hometown كلمات الأغنية
- ravishthaproducer - icecold كلمات الأغنية
- chipchild - напролом (straight ahead) كلمات الأغنية
- yll grym - envy. كلمات الأغنية
- opus anthem - hope كلمات الأغنية
- marcos vidal - a ti la gloria كلمات الأغنية