
nashid - tomar jonne كلمات أغنية
তুমি, জানিনা কোথায় আছো
আর আমি একা
তাইতো আছি বসে একা
আনমনে জন্যে তোমার
তোমার জন্যে আবারো
লিখেছি এই নতুন গান
কোনো দূর অচেনা সুরে
আজ আমার
জীবন যাচ্ছে কেটে দাও
তোমায় ছাড়া সারাক্ষণ
তবু প্রতিমুহূর্তে
তোমার জন্যে কাঁদে মন
জানি আমি নেই পাশে আর
তবু ঘোড়ে আজও তোমার
আনমনে চিন্তা আমার
তুমি করো রাজ
থেমে থেমে সময় চলে যায়
রাত জেগে শুধু তোমারি কল্পনায়
হারিয়ে যাই কোন যে অজানায়
অন্য কারো নয় তোমারি আশায়
তোমার জন্যে আবারো
লিখেছি এই নতুন গান
কোনো দূর অচেনা সুরে
আজ আমার জীবন যাচ্ছে কেটে দাও
তোমায় ছাড়া সারাক্ষণ
তবু প্রতিমুহূর্তে
তোমার জন্যে কাঁদে মন
আছি এখন আমি
তোমার অপেক্ষায়
অপেক্ষা নয় আমার
তোমার জন্যে প্রতীক্ষা
তোমার জন্যে আবারো
লিখেছি এই নতুন গান
কোনো দূর অচেনা সুরে
আজ আমার জীবন যাচ্ছে কেটে দাও
তোমায় ছাড়া সারাক্ষণ
তবু প্রতিমুহূর্তে
তোমার জন্যে কাঁদে মন
كلمات أغنية عشوائية
- keller cox - strange times كلمات أغنية
- von seiten der gemeinde - friaher كلمات أغنية
- spectr - oh كلمات أغنية
- stick marlone - il ferait tout كلمات أغنية
- rozhden - любовь (love) كلمات أغنية
- neon lamp - стресс (stress) كلمات أغنية
- delaruà (ita) - grow up كلمات أغنية
- how to gag a maggot - reigning blood كلمات أغنية
- flavor hour - take it slow كلمات أغنية
- red astaire, olivia ruff - 90's baby كلمات أغنية