nargis - baap maa to bari nai كلمات الأغنية
বাপ মায় তো বাড়িত নাই
রাত বারোটায় তরে চাই
আমার বাপ মায় তো বাড়িত নাই
রাত বারোটায় তরে চাই
রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
আমি রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
বাপ মায় তো বাড়িত নাই
রাত বারোটায় তরে চাই
রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
আমি রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
বাপ মা আমায় দিছে বিয়া
স্বামী থাকে বিদেশ গিয়া
হায়রে বাপ মা আমায় দিছে বিয়া
স্বামী থাকে বিদেশ গিয়া
তারে এখন কোন দরকার নাই
আমার তারে এখন কোন দরকার নাই
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
বাপ মায় তো বাড়িত নাই
রাত বারোটায় তরে চাই
রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
আমি রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
একবার জমিন চাষ করেছে
চাষ করে সে বিদেশ গেছে
একবার জমিন চাষ করেছে
চাষ করে সে বিদেশ গেছে
কারে দিয়ে জমিন চাষ করাই
আমি কারে দিয়ে জমিন চাষ করাই
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
বাপ মায় তো বাড়িত নাই
রাত বারোটায় তরে চাই
রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
আমি রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
আমার জমিন তোমায় দিয়া
চাষ করাব তোমায় নিয়া
আরে আমার জমিন তোমায় দিয়া
চাষ করাব তোমায় নিয়া
তুমি ছাড়া আমার কেহ নাই
বিয়াই তুমি ছাড়া আমার কেহ নাই
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
বাপ মায় তো বাড়িত নাই
রাত বারোটায় তরে চাই
রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
আমি রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
আজান দিলে চইলা যাইও
খবর দিলে আবার আইও
আজান দিলে চইলা যাইও
খবর দিলে আবার আইও
তোমার এখন বিয়ার দরকার নাই
কমল তোমার এখন বিয়ার দরকার নাই
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
বাপ মায় তো বাড়িত নাই
রাত বারোটায় তরে চাই
রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
আমি রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
كلمات أغنية عشوائية
- liturgy - tragic laurel كلمات الأغنية
- horrors - dive in كلمات الأغنية
- bad genes - what is success كلمات الأغنية
- myslovitz - zwyk كلمات الأغنية
- vicente fernandez - gema كلمات الأغنية
- sum 41 - not by them كلمات الأغنية
- victor jara - te recuerdo amanda كلمات الأغنية
- nelly - you can't win كلمات الأغنية
- tyr - by the light of the northern star كلمات الأغنية
- athena - yawa كلمات الأغنية