kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

nargis - baap maa to bari nai كلمات الأغنية

Loading...

বাপ মায় তো বাড়িত নাই
রাত বারোটায় তরে চাই
আমার বাপ মায় তো বাড়িত নাই

রাত বারোটায় তরে চাই
রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
আমি রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
বাপ মায় তো বাড়িত নাই
রাত বারোটায় তরে চাই
রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
আমি রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
বাপ মা আমায় দিছে বিয়া
স্বামী থাকে বিদেশ গিয়া
হায়রে বাপ মা আমায় দিছে বিয়া
স্বামী থাকে বিদেশ গিয়া
তারে এখন কোন দরকার নাই
আমার তারে এখন কোন দরকার নাই
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
বাপ মায় তো বাড়িত নাই
রাত বারোটায় তরে চাই
রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
আমি রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
একবার জমিন চাষ করেছে
চাষ করে সে বিদেশ গেছে
একবার জমিন চাষ করেছে
চাষ করে সে বিদেশ গেছে
কারে দিয়ে জমিন চাষ করাই
আমি কারে দিয়ে জমিন চাষ করাই
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
বাপ মায় তো বাড়িত নাই
রাত বারোটায় তরে চাই
রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
আমি রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
আমার জমিন তোমায় দিয়া
চাষ করাব তোমায় নিয়া
আরে আমার জমিন তোমায় দিয়া
চাষ করাব তোমায় নিয়া
তুমি ছাড়া আমার কেহ নাই
বিয়াই তুমি ছাড়া আমার কেহ নাই
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
বাপ মায় তো বাড়িত নাই
রাত বারোটায় তরে চাই
রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
আমি রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
আজান দিলে চইলা যাইও
খবর দিলে আবার আইও
আজান দিলে চইলা যাইও
খবর দিলে আবার আইও
তোমার এখন বিয়ার দরকার নাই
কমল তোমার এখন বিয়ার দরকার নাই
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
বাপ মায় তো বাড়িত নাই
রাত বারোটায় তরে চাই
রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
আমি রাত বারোটায় আসিলে সব দেবো তোমায়
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই
দরজা খুলে থাকিব বেয়াই

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...