
nancy feat. aurin - mutho vora swapno كلمات أغنية
মুঠোয় ভরা সপ্ন আমার উড়ছে তোমার আকাশ পাড়ায়
একটু করে দাও না ছুঁয়ে হারাব চোখের তারায়
হুম হুম হুম হ…
মুঠোয় ভরা সপ্ন আমার উড়ছে তোমার আকাশ পাড়ায়
একটু করে দাও না ছুঁয়ে হারাব চোখের তারায়
ভালোবাসা হয়ে আমি থাকব তোমার মন পাহারায়
ভালোবাসা হয়ে আমি থাকব তোমার মন পাহারায়
মুঠোয় ভরা সপ্ন আমার উড়ছে তোমার আকাশ পাড়ায়
হুম হুম হুম হ…
এক মুঠো সুখ তোমার কাছে খুব করে চায়ছি পেতে
অনুভবের ডানায় চড়ে মনের দেশে চায়ছি যেতে
ও ও ও আ আ আ…
এক মুঠো সুখ তোমার কাছে খুব করে চায়ছি পেতে
অনুভবের ডানায় চড়ে মনের দেশে চায়ছি যেতে
ইচ্ছে আমার তোমার কাছে বারে বারে দু হাত বাড়ায়
মুঠোয় ভরা সপ্ন আমার উড়ছে তোমার আকাশ পাড়ায়
বলছি কি মন কাছে এসে আজ তুমি নাও না
শুনে
এই আমাকে সপ্ন করে দুটি চোখে নাও না বুনে
ও ও ও আ আ আ…
বলছি কি মন কাছে এসে আজ তুমি নাও না শুনে
এই আমাকে সপ্ন করে দুটি চোখে নাও না বুনে
ইচ্ছে আমার তোমার কাছে বারে বারে দু হাত বাড়ায়
মুঠোয় ভরা সপ্ন আমার উড়ছে তোমার আকাশ পাড়ায়
একটু করে দাও না ছুঁয়ে হারাব চোখের তারায়
ভালোবাসা হয়ে আমি থাকব তোমার মন পাহারায়
ভালোবাসা হয়ে আমি থাকব তোমার মন পাহারায়
মুঠোয় ভরা সপ্ন আমার উড়ছে তোমার আকাশ পাড়ায়
كلمات أغنية عشوائية
- bates - umwelten كلمات أغنية
- zioło - gta كلمات أغنية
- prestus hood - flex de loló كلمات أغنية
- wussy - fly, fly, fly كلمات أغنية
- extreme music - we are the ones كلمات أغنية
- menestrel - rúbricas كلمات أغنية
- usky - nirvana كلمات أغنية
- eazystreetkrew - 9mm كلمات أغنية
- viking moses - sole command of the day كلمات أغنية
- fler - willkommen in berlin كلمات أغنية