
nancy feat. arefin rumi - valobashi tomay كلمات أغنية
Loading...
ভালবাসার প্রথম ফুল
ফুটেছে হৃদয়ে আমার
মনটাকে ছুঁয়ে দেখো
বলবে কথা তোমার
যদি ঝড়ও আসে আকাশে বাতাসে
তবু চাই তোমাকে পাশে…
যত তারা জ্বলে রাতে
যত ফুল পৃথিবীতে
তার চেয়ে বেশী
ভালবাসি তোমায়
সাদা মেঘ ভাসে নীলে
কত ঢেউ নদী জলে
তার চেয়ে বেশী
ভালবেসো আমায়
কি করে বলো থাকি
তুমিহীনা এ জীবন
হারালে তোমায়
হবে যে আমার মরণ
যদি ঝড়ও আসে আকাশে বাতাসে
তবু চাই তোমাকে পাশে…
যত তারা জ্বলে রাতে
যত ফুল পৃথিবীতে
তার চেয়ে বেশী
ভালবাসি তোমায়
সাদা মেঘ ভাসে নীলে
কত ঢেউ নদী জলে
তার চেয়ে বেশী
ভালবেসো আমায়
সাগর দেব পাড়ি
ডেকে দেখো তুমি একবার
রোদেলা আকাশ এনে দেব
হারাবে আঁধার
যদি ঝড়ও আসে আকাশে বাতাসে
তবু চাই তোমাকে পাশে…
যত তারা জ্বলে রাতে
যত ফুল পৃথিবীতে
তার চেয়ে বেশী
ভালবাসি তোমায়
সাদা মেঘ ভাসে নীলে
কত ঢেউ নদী জলে
তার চেয়ে বেশী
ভালবেসো আমায় ।।
كلمات أغنية عشوائية
- amuly - dă-te jos كلمات أغنية
- torauma - amaryllis كلمات أغنية
- young stadix - the villain كلمات أغنية
- bishop nehru - born 2 lose كلمات أغنية
- pj harvey - missed (demo) كلمات أغنية
- žuvi - jebački كلمات أغنية
- myles 6ix - perco-me em ti كلمات أغنية
- luiz nédra - leitor de pergaminhos كلمات أغنية
- disxxx - дефекты речи. (speech defects) كلمات أغنية
- ottorino respighi - tempi assai lontani كلمات أغنية