nancy feat. arefin rumi - valobashi tomay كلمات الأغنية
Loading...
ভালবাসার প্রথম ফুল
ফুটেছে হৃদয়ে আমার
মনটাকে ছুঁয়ে দেখো
বলবে কথা তোমার
যদি ঝড়ও আসে আকাশে বাতাসে
তবু চাই তোমাকে পাশে…
যত তারা জ্বলে রাতে
যত ফুল পৃথিবীতে
তার চেয়ে বেশী
ভালবাসি তোমায়
সাদা মেঘ ভাসে নীলে
কত ঢেউ নদী জলে
তার চেয়ে বেশী
ভালবেসো আমায়
কি করে বলো থাকি
তুমিহীনা এ জীবন
হারালে তোমায়
হবে যে আমার মরণ
যদি ঝড়ও আসে আকাশে বাতাসে
তবু চাই তোমাকে পাশে…
যত তারা জ্বলে রাতে
যত ফুল পৃথিবীতে
তার চেয়ে বেশী
ভালবাসি তোমায়
সাদা মেঘ ভাসে নীলে
কত ঢেউ নদী জলে
তার চেয়ে বেশী
ভালবেসো আমায়
সাগর দেব পাড়ি
ডেকে দেখো তুমি একবার
রোদেলা আকাশ এনে দেব
হারাবে আঁধার
যদি ঝড়ও আসে আকাশে বাতাসে
তবু চাই তোমাকে পাশে…
যত তারা জ্বলে রাতে
যত ফুল পৃথিবীতে
তার চেয়ে বেশী
ভালবাসি তোমায়
সাদা মেঘ ভাসে নীলে
কত ঢেউ নদী জলে
তার চেয়ে বেশী
ভালবেসো আমায় ।।
كلمات أغنية عشوائية
- pokémon - i keep my home in my heart كلمات الأغنية
- pejmaxx - mec en or كلمات الأغنية
- leonard cohen - never gave nobody trouble (live in odense) كلمات الأغنية
- dixxx - jádro zubra كلمات الأغنية
- marina - i'm a ruin كلمات الأغنية
- illy - seven nation army كلمات الأغنية
- paradogg - nimmersatt كلمات الأغنية
- taimo - was كلمات الأغنية
- for all the drifters - diddity bop كلمات الأغنية
- the technicolors - motives* كلمات الأغنية