
nachiketa - choto choto swopner lyrics
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
কখনো আলো-ছায়ার খেলা কখনো শুধুই আঁধার
কখনো আলো-ছায়ার খেলা কখনো শুধুই আঁধার
কোথাও থামে ভেজা সরণি কোথাও ফুলের বাহার
কোথাও চেতনা পাহাড় ভাঙ্গে কোথাও বিপন্ন কৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
কখনো হৃদয় ভাঙ্গার খেলা কখনো সেতু গড়ার
কখনো হৃদয় ভাঙ্গার খেলা কখনো সেতু গড়ার
কখনো নিজ নিকেতনে মন কখনো কখনো সবার
কোথাও চাওয়ার হিসেব মেলে না কোথাও না বিষম তুষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি
Random Lyrics
- royal deluxe - make a little money lyrics
- twelve foot ninja - invincible lyrics
- ronin feat. question - mensageiro dos ventos lyrics
- jamie lidell - i live to make you smile lyrics
- lac belot - d 'n' a lyrics
- james morrison - we can lyrics
- takumi - feels lyrics
- te quiero euridice - due (with francesco brianzi) [with francesco brianzi] lyrics
- leela james - don't want you back lyrics
- bbymutha - mri lyrics