
nachiketa - bondhu namo pothe كلمات أغنية
Loading...
বন্ধু নামো পথে কথা হবে যেতে যেতে,,
কতো কথা ছিলো এ হৃদয়েতে,,
ভেষে গেছে বেদনার স্রতে,,
বন্ধু নামো পথে কথা হবে যেতে যেতে,,
এ পথে পেয়েছি যা হারিয়েছি বেসি তাই সুধু ভাটাই,,
যদি পায় ভাষা বাজবে আজ আসা কেটে যাবে এই ধোয়াসা,,
এটুকুই চাওয়া এজীবনেতে হে এটুকুই চাওয়া এজীবনেতে,,
বন্ধু নামো পথে কথা হবে যেতে যেতে,,
বহু পথ পেরলাম আমি একা একা,,
তোমার দু চখে হবে নীল আকাশ দেখা,,
হৃদয়ের হয় যদি দেয়া নেবার থেমে যাবে তবে অসনির হাওয়া,,
আমার এই পথে নেই যে কোন পাপ ভালোবাসা ছিলো সুধুই অভিসাব,,
আজ তোমার এই হাত আনবে নতুন প্রভাত,,
বাজবে হৃদয় আবার রবিন্দ্রনাথ,,
এবার এক সাথে চলা জয়োরথে,,
বন্ধু নামো পথে কথা হবে যেতে যেতে,,
কথা হবে যেতে যেতে,,
বন্ধু কথা হবে যেতে যেতে,,
كلمات أغنية عشوائية
- samthing soweto & entity musiq - hey wena كلمات أغنية
- 8453 - making cash كلمات أغنية
- khan (hr) - mala bara كلمات أغنية
- fresco trey - fucked up كلمات أغنية
- adam rigby - move on كلمات أغنية
- mr kendy - gaga كلمات أغنية
- grace façade - phone sex كلمات أغنية
- alex aiono - high fashion, my boo, another life كلمات أغنية
- neil young - monday morning كلمات أغنية
- madison beer - effortlessly (life support in concert) كلمات أغنية