
nachiketa chakraborty - keno erokom kichhu holo na كلمات أغنية
Loading...
কেনো এরকম কিছু হলো না
কেও কাউকেই ছুঁতে পেলো না
সব রাস্তার মাঝে দাড়িয়ে
পথ হারিয়ে
ঘর ছাড়া এরকম
কেনো হলো না
ভীতু খরগোশ মুখ তুলে na
প্রিয় আঙ্গুল আর উল বুনে না
থেমে গেছে সব
উত্তর মিলছে কোথায়
কি লেখা শালিকের ডানায়
কার কোলে রাখবো মাথা
ফিরবো কোথায় তা জানি না
কেনো এরকম ধুলো জমে না
এই কষ্ট গুলো কমে না
চোখ তাকালেই যদি দেখতাম
ঢেকে গেছে সব
বহুতল স্বপ্নের মতো
কে কোন তলায় কে তা জানে
আমার দখলে শুধু
এক শূন্যস্থান এখানে
কেনো এরকম কিছু হলো না
কেউ কাউকেই ছুঁতে পেলো না
সব রাস্তার মাঝে দাড়িয়ে
পথ হারিয়ে
ঘর ছাড়া এরকম
কেনো হলো না
ভীতু খরগোশ মুখ তুলে নেয়
প্রিয় আঙ্গুল আর উল বনে না
থেমে গেছে সব
كلمات أغنية عشوائية
- 夏天alex - 小丑 alex كلمات أغنية
- recarga - noches largas كلمات أغنية
- zeppet store - distance كلمات أغنية
- tarja turunen - poison كلمات أغنية
- rake - 全天候グラウンド كلمات أغنية
- john baker - submarines كلمات أغنية
- seven crown - guardian كلمات أغنية
- savannah packard - i love loving you (giuliana & bill theme) كلمات أغنية
- 2nbehcduy - ensdghf8 كلمات أغنية
- elfin' - colorful fantasy كلمات أغنية