
nachiketa chakraborty - হে ভগবান كلمات أغنية
Loading...
চলতি পথেতে খাচ্ছি হোঁচট
দিব্যি তবুও হাসছে দু_ঠোঁট।
বলছে দুনিয়া চেঁচিয়ে, “যা ফোট”
হে ভগবান।
হে ভগবান।
হে ভগবান. . .হে ভগবান
হে ভগবান. . .হে ভগবান
হে ভগবান।
ক্রীতদাস হতে নিয়েছি শিক্ষা
নিষ্ঠূর হতে নিয়েছি দীক্ষা
পক্ষান্তরে চাইছি ভিক্ষা
হে ভগবান।
হে ভগবান. . .হে ভগবান
হে ভগবান. . .হে ভগবান
হে ভগবান।
আমরা জানিনা বাঁচা
ইঁট_পাথরের খাঁচা
মরছি সেখানে আমরা
শুধু ভোটার বাদ্যে নাচা।
ভোট পিছু কত খরচ?
জানতে না চাওয়া ভালো।
একেকটা ভোট মুছে দিয়ে যায়
অর্থনীতির আলো।
তৃতীয় বিশ্ব গিয়েছে গচ্চা
ধুঁকছে, “সারে জাঁহা সে আচ্ছা”
লুটে খা, “শুয়োরের বাচ্চা”
হে ভগবান।
হে ভগবান. . .হে ভগবান
হে ভগবান. . .হে ভগবান
হে ভগবান. . .হে ভগবান
হে ভগবান।
كلمات أغنية عشوائية
- chino (band) - these things men have tried كلمات أغنية
- novalostworld - never felt this way (before) كلمات أغنية
- eli montanna - black roses كلمات أغنية
- ruby (tur) - titre كلمات أغنية
- koryn hawthorne - in the room كلمات أغنية
- choo choo la rouge - in the end كلمات أغنية
- subjoi - it's you كلمات أغنية
- hardy - rockstar كلمات أغنية
- young gluk - merchandice! كلمات أغنية
- acid souljah - raven boy كلمات أغنية