kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

muttaque hasib - bhalobashi boley كلمات أغنية

Loading...

ভালোবাসি বলেই স্বপ্নগুলো সাজাই
ভালোবাসি বলেই ভাবনাকে হারাই ।।
ভালোবাসি বলেই জোছনা ভিজিয়ে যায়
আমার ভালোবাসা ছুঁয়ে যাবে তোমায়
আকাশের বিশালতায় যদি মন হারিয়ে যায়
আকাশের বিশালতায় যদি মন হারিয়ে যায়

ভালোবাসি বলেই মেঘের কান্নায় দুঃখ ঝড়ে যায়
ভালোবাসি বলেই বিষণ্ণ সকালে রোদ হেসে যায়
ভালোবাসি বলেই জোছনা ভিজিয়ে যায়
আমার ভালোবাসা ছুঁয়ে যাবে তোমায়
আকাশের বিশালতায় যদি মন হারিয়ে যায়
আকাশের বিশালতায় যদি মন হারিয়ে যায়

ভালোবাসি বলেই ভালোবাসি বলেই
ভালোবাসি বলেই ভালোবাসি বলেই
ভালোবাসি বলেই ভালোবাসি বলেই ।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...