kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

musfiq litu & rony biswas feat. nirjhor - alingon كلمات الأغنية

Loading...

এই হাতটা ধর আর রাখো নয়নে নয়ন,
হয়ে আপন আমার আজ, কর সুখের আলিংগন,
তোমারি দুয়ারে ঘুরে ঘুরে অঝরে,
বলি একটি কথা সুরে সুরে তোমারে,
প্রিয় তোমার পাশাপাশি থাকার ইচ্ছে দিবস নিশি, বলি তাই বারে বারে ভালবাসি।

পাহাড়ি ওই ঝর্ণা ভিজবো আজ দু’জনায়,
হৃদয়ে নাও জড়িয়ে ভালবেসে আমায়,
নদীর ওই মোহনায়, চাঁদ জাগা জোছনায়,
হাত দু’টো বাড়িয়ে, আছি নিও আমায়
প্রিয় তোমার পাশাপাশি…

এ হৃদয়ে বেঁধে বাসা, সেখানে যে ভালবাসা
দেব যে তোমাকে করি প্রত্যাশা
তুমি আমার সাধনা, বেঁচে থাকার প্রেরণা,
ভূল বুঝে কখনো দূরে সরে যেও না।
প্রিয় তোমার পাশাপাশি…

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...