kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

murphy's paradox - sheetromoni كلمات أغنية

Loading...

দূরগামী শীতরমণী
রাতটা জাগি এসো
ভালোবাসা নেই
রয়েছে তারা_খসা স্টেশন

তুষারিত শিশুসেনা
অতীতে ছড়ানো
জিততে তাকে
ক্ষতি থেকে ক্ষতিতে গড়ানো

তোমারই মতো সে চলে
জোনাকি জড়াতো
সোনালি শহরে তারও
শ্বাসেরা হারাতো

তবু কেনো তুমি চুপ
এমন এ দোরগোড়ায় দাঁড়িয়ে
আমি জানি তুমি চলে যাবে
কিছু না জানিয়ে

তবু কেনো তুমি চুপ
এমন এ দোরগোড়ায় দাঁড়িয়ে
আমি জানি তুমি চলে যাবে
কিছু না জানিয়ে
আমি জানি তুমি চলে যাবে
কিছু না জানিয়ে

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...