moruvumi - jiboner srote كلمات الأغنية
Loading...
[verse 1]
জীবনের স্রোতে ছুটে চলেছি আমি
ডানা মেলা পাখির মতো
উড়তে চাই আমি নীল আকাশ জুড়ে
আরও চাই তোমার স্পর্শ
জীবনের স্রোতে ছুটে চলেছি আমি
ডানা মেলা পাখির মতো
উড়তে চাই আমি নীল আকাশ জুড়ে
আরও চাই তোমার স্পর্শ
[chorus 1]
তুমি আসবে কাছে আমার
তুমি থাকবে পাশে আমার
আসবে কাছে আমার
তুমি থাকবে পাশে আমার
[verse 2]
মনেরই অজান্তে ছিলে তুমি
আমার মনের আঙ্গিনায়
শয়নে স্বপনে ছিলে তুমি
এ মন তোমায় চায়
নিঝুম রাতে ওই দূর আকাশে
তারা গুলো যেমন জেগে রয়
সেই সুরে তেমনি তুমি
জেগে আছো মনে হয়
[chorus 2]
তুমি আছো কি পাশে আমার?
তুমি ভাব কি আজও আমায়?
আছো কি পাশে আমার?
তুমি ভাব কি আজও আমায়?
[chorus 1]
আসবে কাছে আমার
তুমি থাকবে পাশে আমার
আসবে কাছে আমার
তুমি থাকবে
[chorus 2]
আছো কি পাশে আমার?
তুমি ভাব কি আজও আমায়?
আছো কি পাশে আমার?
তুমি ভাব কি আজও আমায়?
كلمات أغنية عشوائية
- lady antebellum - champagne night كلمات الأغنية
- iso dgaf - hold ya tight كلمات الأغنية
- billy sprague - better days كلمات الأغنية
- conjunto la kontra - quisiera amarte menos كلمات الأغنية
- crxy - missions كلمات الأغنية
- azariah gan! - misery كلمات الأغنية
- yung pp - ballin like curry (remix) (feat. natzev) كلمات الأغنية
- nep - buona la prima كلمات الأغنية
- barefoot surrender - faith no more كلمات الأغنية
- michel delpech - faudra qu'j'en parle avec كلمات الأغنية