
moruvumi - jiboner srote كلمات أغنية
Loading...

[verse 1]
জীবনের স্রোতে ছুটে চলেছি আমি
ডানা মেলা পাখির মতো
উড়তে চাই আমি নীল আকাশ জুড়ে
আরও চাই তোমার স্পর্শ
জীবনের স্রোতে ছুটে চলেছি আমি
ডানা মেলা পাখির মতো
উড়তে চাই আমি নীল আকাশ জুড়ে
আরও চাই তোমার স্পর্শ
[chorus 1]
তুমি আসবে কাছে আমার
তুমি থাকবে পাশে আমার
আসবে কাছে আমার
তুমি থাকবে পাশে আমার
[verse 2]
মনেরই অজান্তে ছিলে তুমি
আমার মনের আঙ্গিনায়
শয়নে স্বপনে ছিলে তুমি
এ মন তোমায় চায়
নিঝুম রাতে ওই দূর আকাশে
তারা গুলো যেমন জেগে রয়
সেই সুরে তেমনি তুমি
জেগে আছো মনে হয়
[chorus 2]
তুমি আছো কি পাশে আমার?
তুমি ভাব কি আজও আমায়?
আছো কি পাশে আমার?
তুমি ভাব কি আজও আমায়?
[chorus 1]
আসবে কাছে আমার
তুমি থাকবে পাশে আমার
আসবে কাছে আমার
তুমি থাকবে
[chorus 2]
আছো কি পাশে আমার?
তুমি ভাব কি আজও আমায়?
আছো কি পাশে আমার?
তুমি ভাব কি আজও আমায়?
كلمات أغنية عشوائية
- black pope - black pipe كلمات أغنية
- osiah - dethronement of gods كلمات أغنية
- shunaka - dawgy كلمات أغنية
- eazy-e - fuck tha police -pt3 كلمات أغنية
- lucy (cooper b. handy) - something we lack كلمات أغنية
- wa22ermann - noch ein كلمات أغنية
- liksi - benzo! كلمات أغنية
- speed, glue & shinki - calm down كلمات أغنية
- tawobi - wayback كلمات أغنية
- sexual slurs - same all over again كلمات أغنية