morpheus - shesh shomoy كلمات الأغنية
Loading...
দুঃস্বপ্ন হয়ে আছে অকারণে
তোর অশ্লীল ছায়া নিকৃষ্ট
আমার হাতে হবে আজ
তোমার নির্মম সেই মৃত্যু
এই আধার কে ঘিরে আজ
তোমার শেষ সময়
মৃত্যুর কাছে দাঁড়িয়ে
তুমি অসহায়
সময়ের শেষ সীমানাতে
মুছে দাও সব স্মৃতি
আজ নেই তোমার কিছুই
শূন্য হয়ে যাবে সবই
নিষ্ফল চেষ্টা ব্যর্থ
নিহত করে তোর দেহ
অসংসয় আমি তোর মৃত্যু
তোর অস্তিত্বের ঘৃণায়
আজ আমি অতৃপ্ত
আমার ছায়া কে ঘিরে
এই আধার কে ঘিরে আজ
তোমার শেষ সময়
মৃত্যুর কাছে দাঁড়িয়ে
তুমি অসহায়
সময়ের শেষ সীমানাতে
মুছে দাও সব স্মৃতি
আজ নেই তোমার কিছুই
শূন্য হয়ে যাবে সবই
রক্তাক্ত হাত তোর সর্বনাশ
আমার এই মৃত্যুর মায়াজাল
সব শেষে হবে আজ
নেই কোনো শেষ নির্বাশ
এই আধার কে ঘিরে আজ
তোমার শেষ সময়
মৃত্যুর কাছে দাঁড়িয়ে
তুমি অসহায়
সময়ের শেষ সীমানাতে
মুছে দাও সব স্মৃতি
আজ নেই তোমার কিছুই
শূন্য হয়ে যাবে সবই
كلمات أغنية عشوائية
- molgax - ihanet كلمات الأغنية
- aidan bissett - different كلمات الأغنية
- retrogott & hulk hodn - land und leute كلمات الأغنية
- dapper valentino - shook ones (squiggles diss) كلمات الأغنية
- nle choppa - untold (clean) كلمات الأغنية
- juniore - que la nuit كلمات الأغنية
- erniminer - 12.07 كلمات الأغنية
- dababy & stunna 4 vegas - take em out* كلمات الأغنية
- eugii & tronico - hola nena كلمات الأغنية
- maría rosa yorio - sin embargo sola كلمات الأغنية