morpheus - shesh shomoy كلمات الأغنية
Loading...
দুঃস্বপ্ন হয়ে আছে অকারণে
তোর অশ্লীল ছায়া নিকৃষ্ট
আমার হাতে হবে আজ
তোমার নির্মম সেই মৃত্যু
এই আধার কে ঘিরে আজ
তোমার শেষ সময়
মৃত্যুর কাছে দাঁড়িয়ে
তুমি অসহায়
সময়ের শেষ সীমানাতে
মুছে দাও সব স্মৃতি
আজ নেই তোমার কিছুই
শূন্য হয়ে যাবে সবই
নিষ্ফল চেষ্টা ব্যর্থ
নিহত করে তোর দেহ
অসংসয় আমি তোর মৃত্যু
তোর অস্তিত্বের ঘৃণায়
আজ আমি অতৃপ্ত
আমার ছায়া কে ঘিরে
এই আধার কে ঘিরে আজ
তোমার শেষ সময়
মৃত্যুর কাছে দাঁড়িয়ে
তুমি অসহায়
সময়ের শেষ সীমানাতে
মুছে দাও সব স্মৃতি
আজ নেই তোমার কিছুই
শূন্য হয়ে যাবে সবই
রক্তাক্ত হাত তোর সর্বনাশ
আমার এই মৃত্যুর মায়াজাল
সব শেষে হবে আজ
নেই কোনো শেষ নির্বাশ
এই আধার কে ঘিরে আজ
তোমার শেষ সময়
মৃত্যুর কাছে দাঁড়িয়ে
তুমি অসহায়
সময়ের শেষ সীমানাতে
মুছে দাও সব স্মৃতি
আজ নেই তোমার কিছুই
শূন্য হয়ে যাবে সবই
كلمات أغنية عشوائية
- havocademon - long gone كلمات الأغنية
- f.e.a.t.s - daisy كلمات الأغنية
- caroline barbosa - cê sofrer كلمات الأغنية
- future utopia - mountain girl كلمات الأغنية
- soilwork - the nothingness and the devil كلمات الأغنية
- e ai king - vô caetano كلمات الأغنية
- fazo fg - perry the platypus كلمات الأغنية
- speaking with ghosts - better days كلمات الأغنية
- c23 - ітутіні كلمات الأغنية
- жемчуg (jemchug) - instagram (2018 year) كلمات الأغنية