
morpheus - shesh shomoy كلمات أغنية
Loading...

দুঃস্বপ্ন হয়ে আছে অকারণে
তোর অশ্লীল ছায়া নিকৃষ্ট
আমার হাতে হবে আজ
তোমার নির্মম সেই মৃত্যু
এই আধার কে ঘিরে আজ
তোমার শেষ সময়
মৃত্যুর কাছে দাঁড়িয়ে
তুমি অসহায়
সময়ের শেষ সীমানাতে
মুছে দাও সব স্মৃতি
আজ নেই তোমার কিছুই
শূন্য হয়ে যাবে সবই
নিষ্ফল চেষ্টা ব্যর্থ
নিহত করে তোর দেহ
অসংসয় আমি তোর মৃত্যু
তোর অস্তিত্বের ঘৃণায়
আজ আমি অতৃপ্ত
আমার ছায়া কে ঘিরে
এই আধার কে ঘিরে আজ
তোমার শেষ সময়
মৃত্যুর কাছে দাঁড়িয়ে
তুমি অসহায়
সময়ের শেষ সীমানাতে
মুছে দাও সব স্মৃতি
আজ নেই তোমার কিছুই
শূন্য হয়ে যাবে সবই
রক্তাক্ত হাত তোর সর্বনাশ
আমার এই মৃত্যুর মায়াজাল
সব শেষে হবে আজ
নেই কোনো শেষ নির্বাশ
এই আধার কে ঘিরে আজ
তোমার শেষ সময়
মৃত্যুর কাছে দাঁড়িয়ে
তুমি অসহায়
সময়ের শেষ সীমানাতে
মুছে দাও সব স্মৃতি
আজ নেই তোমার কিছুই
শূন্য হয়ে যাবে সবই
كلمات أغنية عشوائية
- owu - где мой дом (where my home) كلمات أغنية
- rosana (bra) - princípio de amor كلمات أغنية
- wolf howl harmony - sugar honey كلمات أغنية
- sensey’ - hokage كلمات أغنية
- marcy wtf - stars in ghana كلمات أغنية
- daz baba - mwalimu كلمات أغنية
- miqo six - 5:56 كلمات أغنية
- absent - bitter peach كلمات أغنية
- eyeless in gaza - veil like calm كلمات أغنية
- danny brown - quaranta كلمات أغنية