kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

moon - premer mora كلمات الأغنية

Loading...

প্রেমের মরা জলে ডোবে না…
তুমি সুজন দেখে কইরো পিরিত মরলে যেনো ভোলে না জননি…
প্রেমের মরা জলে ডোবে না…

প্রেম কইরাছে আইউব নবী…
তার প্রেমে রহিমা বিবি গো…
তারে আঠারো সাল কিরায় খাইলো আঠারো সাল… ও তারে আঠারো সাল কিরায় খাইলো তবুও প্রেম ছাড়লো না জননী…

প্রেমের মরা জলে ডোবে না…

প্রেমের মরা জলে ডোবে না…
ও প্রেম করতে দুইদিন ভাঙতে একদিন এমন প্রেম আর কইরো না জননী…
প্রেমের মরা জলে ডোবে না…
চন্ডিদাস আর রজকিনী…
তারাই প্রেমের শিরোমণি গো…
ও সে বারো বছর পড়শি পাইলো বারো বছর…
ও সে বারো বছর পরশি পাইলো তবু আদার কিনলো না দরদী…

প্রেমের মরা জলে ডোবে না…
ও প্রেম করতে দুইদিন ভাঙতে একদিন এমন প্রেম আর কইরো না জননী…
প্রেমের মরা জলে ডোবে না…
তুমি সুজন দেখে কইরো পিরিত মরলে যেনো ভোলে না জননি…

প্রেমের মরা জলে ডোবে না…

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...