
monir khan - amar premer كلمات أغنية
আমার প্রেমের শহীদ মিনারে এসেছো কি তুমি ফুল দিতে?
নাকি কাউকে দেবে বলে এসেছো কিছু ফুল নিতে?
আমার প্রেমের শহীদ মিনারে এসেছো কি তুমি ফুল দিতে?
নাকি কাউকে দেবে বলে এসেছো কিছু ফুল নিতে?
বিশ্বাসঘাতকতা করেও তুমি দিতে এসেছো কি বিশ্বাস?
কিছু তো বাকি নেই নিতে গো তোমার, নিতে বাকি শেষ নিঃশ্বাস
বিশ্বাসঘাতকতা করেও তুমি দিতে এসেছো কি বিশ্বাস?
কিছু তো বাকি নেই নিতে গো তোমার, নিতে বাকি শেষ নিঃশ্বাস
আর কি রচনা লিখবে বুকে
আর কি রচনা লিখবে বুকে
দুঃখের কালো ফুলকিতে?
দুঃখের কালো ফুলকিতে
আমার প্রেমের শহীদ মিনারে এসেছো কি তুমি ফুল দিতে?
নাকি কাউকে দেবে বলে এসেছো কিছু ফুল নিতে?
অদ্ভুত অভিনয়ে মুগ্ধ করে বশ করেছো অন্তর
কিভাবে নিঃস্ব করেছো আমায়, মনে আছে সেই মন্তর?
অদ্ভুত অভিনয়ে মুগ্ধ করে বশ করেছো অন্তর
কিভাবে নিঃস্ব করেছো আমায়, মনে আছে সেই মন্তর?
আর কি ঘটনা ঘটাবে তুমি
আর কি ঘটনা ঘটাবে তুমি
মনের ভাঙা কূলটিতে?
মনের ভাঙা কূলটিতে
আমার প্রেমের শহীদ মিনারে এসেছো কি তুমি ফুল দিতে?
নাকি কাউকে দেবে বলে এসেছো কিছু ফুল নিতে?
আমার প্রেমের শহীদ মিনারে এসেছো কি তুমি ফুল দিতে?
নাকি কাউকে দেবে বলে এসেছো কিছু ফুল নিতে?
كلمات أغنية عشوائية
- rəvanə qurbanova - getmə كلمات أغنية
- dj matrix - cioccolata bianca كلمات أغنية
- wild hands - old cloud كلمات أغنية
- cachito turulo - la noche ha de llenarse كلمات أغنية
- kristina strezoska - proud كلمات أغنية
- 秦基博 (hata motohiro) - ringo كلمات أغنية
- jinn44k - runaway كلمات أغنية
- avenuepluggg - intro (as) كلمات أغنية
- virtual korewa - blush كلمات أغنية
- yaritik666 - таво рот їбав (tavo rot yibav) كلمات أغنية