
mohon sharif - toofani lyrics
[verse 1]
অনুধাবনে অনুশোচনা
দিশেহারা মনে যে চেহারাতে ঢাকে না
কখনো নিষেধাজ্ঞায় গতিবিধি থামবে না
চোরা চাপাবাজি তো বিকে না
সব এলোপাতাড়ি আহাজারির এ কবিতা
সীমা ছাড়া যাতনা ভেঙ্গে আসে সুখী তা
মঞ্চে_পাড়ায় থেমে যাবে সব প্রতিযোগিতা
চোরা চাপাবাজি তো বিকে না
[chorus]
দুমড়ে_মুচড়ে মনে খালি তুফানি
বিনা মেঘে বজ্রপাতে বিপাকি
তা_না_না_না, আহা
বিনা মেঘে বজ্রপাতে বিপাকি
দুমড়ে_মুচড়ে মনে খালি তুফানি
বিনা মেঘে বজ্রপাতে বিপাকি
তা_না_না_না, আহা
বিনা মেঘে বজ্রপাতে বিপাকি
[verse 2]
রুখে দাঁড়িয়ে হিতে_বিপরীতে আমি সবই হারিয়ে
বন্ধ চোখে গোনা ছাড়া সিঁড়ি ছাড়িয়ে
ছন্দবিম্বপতি আমি সবই পেরিয়ে
মনে এত কেন যন্ত্রণা?
সবই যদি তোরই রচনা
বিনা অপরাধে দোষারোপী যায়ে না
গলা ধাক্কা দিলে আত্মঘৃণা তো দাবে না
জ্বালা, জ্বালা, জ্বালা
ধাগা বাঁধা হাতে তাও তো রাতে ঘুম আসে না
বুকে জ্বালা, জ্বালা, জ্বালা
ধাগা বাধা হাঁতে তাও তো রাতে ঘুম আসে না
[chorus]
তা_না_না_না_না
তা_না_না_না_না
তা_না_না_না_না
তা_না_না_না_না
দুমড়ে_মুচড়ে মনে খালি তুফানি
বিনা মেঘে বজ্রপাতে বিপাকি
তা_না_না_না
[verse 2]
সফলতায় কত কুমন্ত্রণা
মেঘের ওপর বাসা বেঁধে কি করে লাঞ্ছনা
অমাবস্যায় চাদরে মাথা রেখে প্রার্থনা
বাঁধা কেটে শত্রুর সাথে হয় না যে তুলনা
[chorus]
তা_না_না_না_না
তা_না_না_না_না
না_না_হা
না_না_না_না
না_না_না, আহা
অন্তে সূচনা, আহা
জ্বালা সহে না, আহা
বুকে তাড়না, হা_হা
[verse 3]
নিয়তী একাকী যে আসে না
সীমা ছাড়া অপেক্ষার সে তারা শেষ হবে না
অতিচালাকি সোজা আঙ্গুলে দিয়ে উঠে না
রশি যত মোটা তত কেঁচিতে কাটে না
[chorus]
তা_না_না_না_না
তা_না_না_না_না
না_না_না_না
তা_না_না_না_না
[instrumental break]
[chorus]
তা_না_না_না_না
তা_না_না_না_না
না_না_না_না
তা_না_না_না_না
[verse 4]
সব এলোপাতাড়ি আহাজারির এ কবিতা
সীমা ছাড়া যাতনা ভেঙ্গে আসে সুখী তা
মঞ্চে_পাড়ায় থেমে যাবে সব প্রতিযোগিতা
প্রতিরকি চোরা চাপাবাজি তো বিকে না
অনুধাবনে অনুশোচনা
দিশেহারা মনে যে চেহারাতে ঢাকে না
এখনো নিষেধাজ্ঞায় গতিবিধি থামবে না
এহলোকি চোরা চাপাবাজি তো বিকে না
[chorus]
তা_না_না_না_না
তা_না_না_না_না
তা_না_না_না_না
দুমড়ে_মুচড়ে মনে খালি তুফানি
বিনা মেঘে বজ্রপাতে বিপাকি
তা_না_না_না_না
বিনা মেঘে বজ্রপাতে বিপাকি
[outro]
নিয়তী একাকী যে আসে না
সীমা ছাড়া অপেক্ষার সে তারা শেষ হবে না
অতিচালাকি সোজা আঙ্গুলে দিয়ে উঠে না
রশি যত মোটা তত কেঁচিতে কাটে না
তা_না_না_না_না
তা_না_না_না_না
না_না_না_না
তা_না_না_না_না
كلمات أغنية عشوائية
- the montanas - hey diddle diddle lyrics
- banda mach - porque me haces llorar lyrics
- tsunamiz - looney tune lyrics
- domanautas - vajėzau lyrics
- lzyxlr - ghosted lyrics
- fliggsy - just a small vibe *peace hand emoji* lyrics
- tezakx - переломы [fractures] lyrics
- rnzō (nz) - taniwharau lyrics
- hampton calamity - remember me lyrics
- nolan lewis - on a mission lyrics