
mohon sharif - jontrona كلمات أغنية
Loading...
[verse 1]
আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়
আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে?
আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়
আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে?
দিনের শুরু থেকে
ভাবি শুধু তোমায় নিয়ে
মনে তবু এক কঠিন
যন্ত্রণার অন্ত নেই
[chorus]
মন থেকে কী করে ভুলে যাব তোমার ছবি?
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে!
যন্ত্রণার অন্ত নেই
যন্ত্রণার অন্ত নেই
[verse 2]
আজও কেন যেন লাগে
এখনো সব কিছুই যে
শেষ হয়নি এখনও বাকি
আজও কেন যেন লাগে
এখনো সব কিছুই যে
শেষ হয়নি এখনও বাকি
কেন তোমার কথা এখনও কানে বাজে?
না বলা কথা গুলো রয়ে গেলো—
অসমাপ্ত
[chorus]
মন থেকে কী করে ভুলে যাব তোমার ছবি?
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে!
যন্ত্রণার অন্ত নেই
যন্ত্রণার অন্ত নেই
كلمات أغنية عشوائية
- jared emerson-johnson - parting words كلمات أغنية
- allie paige - teaching me again كلمات أغنية
- amaryllis anacrusis - all is exposed كلمات أغنية
- g8nner - gassed up كلمات أغنية
- miss angie - lovestealer كلمات أغنية
- eqric, pharaøh & ceara cavalieri - the cure كلمات أغنية
- the frenetics (punk) - are you waiting? كلمات أغنية
- the secret stars - haphazard joy كلمات أغنية
- bhadz (bernardo evangelista badilla jr) - simply yours كلمات أغنية
- morenito de fuego - tras de mí كلمات أغنية