
mohon sharif - dhumketu كلمات أغنية
[pre_chorus]
তোকে হারোনোরই বোঝা ঘাড়ে তুলি
আমি সবই ভুলি
তোকে হারোনোরই বোঝা ঘাড়ে তুলি
আমি সবই ভুলি
[chorus]
ধূমকেতুতে দেখে ধুম তা না
আমার ঘুম ভেঙে তুমি দুমকা দুলিয়ে
থমকে তো দাঁড়িয়ে থাকো
দম থামে যেন মোমবাতি নিভে
কোন পাশে তুমি
ভুলবশত চুপ সব
কল্পনা থেকে সুখ লাভ
প্রেমের গল্প থেকে আমি দূরে ভাগি
যত ঘুম ভাঙাতে উঠে জাগি
উঠে জাগি, উঠে জাগি
ঘুম ভাঙাতে উঠে জাগি
যত ঘুম ভাঙাতে উঠে জাগি
উঠে জাগি, উঠে জাগি
ঘুম ভাঙাতে উঠে জাগি
শুধু ভ্রম ভাঙাতে উঠে জাগি
[pre_chorus]
তোকে হারোনোরই বোঝা ঘাড়ে তুলি
আমি সবই ভুলি
জগৎ যে পুরো ধূলি
তোকে হারোনোরই বোঝা ঘাড়ে তুলি
আমি সবই ভুলি
জগৎ যে পুরো ধূলি
[chorus]
ধূমকেতুতে দেখে ধুম তা না
আমার ঘুম ভেঙে তুমি দুমকা দুলিয়ে
থমকে তো থাকো
দম থামে যেন
কোন পাশে তুমি
ভুলবশত চুপ সব
কল্পনা থেকে সুখ লাভ
প্রেমের গল্প থেকে আমি দূরে ভাগি
যত ভ্রম ভাঙাতে উঠে জাগি
كلمات أغنية عشوائية
- afterglow (swansea) - verse chorus كلمات أغنية
- new threads - new threads كلمات أغنية
- mayqueen - worst nightmare كلمات أغنية
- folkpro musique - кьют-джангл (cute jungle) كلمات أغنية
- jack & fabi - acéptame كلمات أغنية
- чипачип (chipachip) - i'm sorry كلمات أغنية
- afterglow (swansea) - your eyes كلمات أغنية
- ph e michel - inimigos do fim كلمات أغنية
- clayton jennings - i didn't know you were loving me كلمات أغنية
- ruel angelo - gnist كلمات أغنية