mohon sharif - dhumketu كلمات الأغنية
[pre_chorus]
তোকে হারোনোরই বোঝা ঘাড়ে তুলি
আমি সবই ভুলি
তোকে হারোনোরই বোঝা ঘাড়ে তুলি
আমি সবই ভুলি
[chorus]
ধূমকেতুতে দেখে ধুম তা না
আমার ঘুম ভেঙে তুমি দুমকা দুলিয়ে
থমকে তো দাঁড়িয়ে থাকো
দম থামে যেন মোমবাতি নিভে
কোন পাশে তুমি
ভুলবশত চুপ সব
কল্পনা থেকে সুখ লাভ
প্রেমের গল্প থেকে আমি দূরে ভাগি
যত ঘুম ভাঙাতে উঠে জাগি
উঠে জাগি, উঠে জাগি
ঘুম ভাঙাতে উঠে জাগি
যত ঘুম ভাঙাতে উঠে জাগি
উঠে জাগি, উঠে জাগি
ঘুম ভাঙাতে উঠে জাগি
শুধু ভ্রম ভাঙাতে উঠে জাগি
[pre_chorus]
তোকে হারোনোরই বোঝা ঘাড়ে তুলি
আমি সবই ভুলি
জগৎ যে পুরো ধূলি
তোকে হারোনোরই বোঝা ঘাড়ে তুলি
আমি সবই ভুলি
জগৎ যে পুরো ধূলি
[chorus]
ধূমকেতুতে দেখে ধুম তা না
আমার ঘুম ভেঙে তুমি দুমকা দুলিয়ে
থমকে তো থাকো
দম থামে যেন
কোন পাশে তুমি
ভুলবশত চুপ সব
কল্পনা থেকে সুখ লাভ
প্রেমের গল্প থেকে আমি দূরে ভাগি
যত ভ্রম ভাঙাতে উঠে জাগি
كلمات أغنية عشوائية
- intensia - overcome كلمات الأغنية
- big cyc - mam to w nosie كلمات الأغنية
- ahmet kaya - cinayet saati كلمات الأغنية
- mev_n - something new كلمات الأغنية
- diegotbfd - explicite كلمات الأغنية
- alcolirykoz - let my people كلمات الأغنية
- t.w.a - картун (cartoon) كلمات الأغنية
- saves the day - 1997 كلمات الأغنية
- cxld smxke - будь со мной [eng. be with me] كلمات الأغنية
- mark heard - nothing is bothering me كلمات الأغنية