
mohidul tamim - sleeping pills كلمات أغنية
সকাল বাজে এগারোটা, জ্বর আর গলা ব্যাথা। বুকে কড়া ব্যাথা? আরে সরা বেটা। সকাল সকাল আম্মা দরজা ধাক্কায়, ভালো থাকতে চাইছি তবে দেখ পারি নাই। সারাদিনে আমার এক ফোঁটা kush লাগে নাই। ঘুমের ওষুধ খাইয়াও আজ আমার ঘুম আসে নাই। পরে একটা না দুইটা না তিনটা খাইছি, এক টানা দেখ পুরা দিন ঘুমাইছি। আমি স্মৃতির পাতা থেকে পুরা scene পুড়াইছি। একটা দুইটা কইরা ঋণ ফুরাইছি। আমি তিনটা খাইছি পুরা দিন ঘুমাইছি, আমি তিনটা খাইছি ভায়া……
আমি তিনটা খাইছি পুরা দিন ঘুমাইছি, আমি তিনটা খাইছি পুরা দিন ঘুমাইছি
আমি তিনটা খাইছি পুরা দিন ঘুমাইছি, আমি তিনটা খাইছি পুরা দিন ঘুমাইছি
আমি একটানা দেখ পুরা দিন ঘুমাইছি।
ঘুম থেকে উঠে আজ আর গড়াই নাই। আমি জানালার পর্দাটা আর সরাই নাই। নিজের কাঠগড়ায় অন্যকে দাড় করাই নাই। তাকে হাত ধরে রাস্তাটা পার করাই নাই। ভাঙ্গা মনের অজুহাতে কারো মন ভাঙ্গি নাই। আজ ব্যাস্ততার মাঝে কারো ফোন কাটি নাই। কল্পনার মাঝে অনেকক্ষন বাঁচি নাই। উপভোগ করেছি তবু ক্রোধ ছাড়ি নাই। পরে একটা না দুইটা না তিনটা খাইছি, এক টানা দেখ পুরা দিন ঘুমাইছি। আমি স্মৃতির পাতা থেকে পুরা scene পুড়াইছি। একটা দুইটা কইরা ঋণ ফুরাইছি। আমি তিনটা খাইছি পুরা দিন ঘুমাইছি, আমি তিনটা খাইছি ভায়া……
আমি তিনটা খাইছি পুরা দিন ঘুমাইছি, আমি তিনটা খাইছি পুরা দিন ঘুমাইছি
আমি তিনটা খাইছি পুরা দিন ঘুমাইছি, আমি তিনটা খাইছি পুরা দিন ঘুমাইছি
আমি একটানা দেখ পুরা দিন ঘুমাইছি।
আজ রাস্তাতে হুট করে গান ধরি নাই, প্রথম বৃষ্টিতে চুপ করে স্নান করি নাই। আজ অনুভুতিগুলোর অপমান করি নাই। কারো ছেড়ে চলে যাওয়ায় অভিমান করি নাই। আজ ফুল কিনে আনার সময় গন্ধ নেই নাই। তোর দিকে আঙ্গুল তুলে দেখি তর্জনিই নাই। গভির রাতে অনুভুতির দর কশি নাই। রুইতন পেয়ে দেখি হর্তনই নাই। তাই একটা না দুইটা না তিনটা খাইছি, এক টানা দেখ পুরা দিন ঘুমাইছি। আমি স্মৃতির পাতা থেকে পুরা scene পুড়াইছি। একটা দুইটা কইরা ঋণ ফুরাইছি।
পরের দিন সকাল বেলা আর ঘুম পুরে নাই, মায়ের দরজার ধাক্কায়ও চোখ খুলে নাই। সেদিন কেনো যেনো মনে হলো রাত ঘুচে নাই। আর ডাক্তারও ধমনীটার ধাঁচ বুঝে নাই।
পরে তিনটা খাইছি পুরা দিন ঘুমাইছি, আমি তিনটা খাইছি পুরা দিন ঘুমাইছি
আমি তিনটা খাইছি পুরা দিন ঘুমাইছি, আমি তিনটা খাইছি পুরা দিন ঘুমাইছি
আমি একটানা দেখ পুরা দিন ঘুমাইছি।
তিনটা খাইছি পুরা দিন ঘুমাইছি, আমি তিনটা খাইছি পুরা দিন ঘুমাইছি
আমি তিনটা খাইছি পুরা দিন ঘুমাইছি, আমি তিনটা খাইছি পুরা দিন ঘুমাইছি
আমি একটানা দেখ পুরা দিন ঘুমাইছি।
كلمات أغنية عشوائية
- zac colligon - just a thought كلمات أغنية
- ggot curt - dirteh dust كلمات أغنية
- reallyhoax - just pretend كلمات أغنية
- kobold - riding through the wildlands كلمات أغنية
- alex senat - ca va كلمات أغنية
- small faces - saylarvee كلمات أغنية
- icloud fz - astro boy كلمات أغنية
- greater vision - i've been washed clean كلمات أغنية
- patrykslatt - mgła كلمات أغنية
- ainmates - the mystery of the black mushroom لغز المشروم الإسود كلمات أغنية