
mohidul tamim - shun dhaka كلمات أغنية
[chorus]
শুন ঢাকা? তোকে কেউ কি ভালোবাসে যেমন আমি বাসতে চাই।
শুন ঢাকা? তোকে কেউ কি মনে রাখে যেমন আমি রাখতে চাই।
শুন ঢাকা? তোকে কেউ কি ভালোবাসে যেমন আমি বাসতে চাই।
শুন ঢাকা? তোকে কেউ কি মনে রাখে যেমন আমি রাখতে চাই।
[verse]
শুন ঢাকা, ছাড় দুনিয়ারে চল আমার বাসায়।
আছে মায়ের হাতের বানানো রেজালা।
চল্ আমার বাসায় তোর আজ দাওয়াত
তোকে নিজ হাতে বেড়ে দেবো খাবার।
ফিরে আসিস যদি ক্ষুধা পায় আবার
জানি একা একা কাটে তোর আষাঢ়
একা ঘুমায় মতিঝিল থেকে সাভার ।
খুব কষ্টে তোর সারারাত জাগা।
শুন ঢাকা । ( হুমমম) শুন ঢাকা। ( ওওওও)
জানি অনেকেই তোকে আজ চিনতে পায়
পতীতার মতো টাকা দিয়ে কিনতে চায় ।
ফ্ল্যাট, প্লট জানি তোকে আজ শিল্পে খায়
তোর অমূল্য সম্পদ গিলতে চায়।
উন্নয়ন বড় দালান আর টাকা
শুন ঢাকা শুন ঢাকা ।
ছাড় দুনিয়ারে চল আমার বাসায়।
আজ ঘুমাবি তুই টেনে দেবো কাঁথা।
শুন ঢাকা (হুমমমম)
শুন ঢাকা । শুন ঢাকা । শুন ঢাকা । শুন ঢাকা ।
পরেছিলাম প্রেমে তোর প্রথম দেখায়
তোর গুলশান, বনানী আর উত্তরায়।
লোকাল বাস নামে তোর ঐ নাগরদোলায়
তোর ভাঙা রাস্তায় শিখা আদর্শতায় ।
[chorus]
শুন ঢাকা? তোকে কেউ কি ভালোবাসে যেমন আমি বাসতে চাই।
শুন ঢাকা? তোকে কেউ কি মনে রাখে যেমন আমি রাখতে চাই।
শুন ঢাকা? তোকে কেউ কি ভালোবাসে যেমন আমি বাসতে চাই।
শুন ঢাকা? তোকে কেউ কি মনে রাখে যেমন আমি রাখতে চাই।
[verse]
আমি ঢাকা , আমি শুনছি তোর ডাক তবে
আমার ভালোবাসা সবার জন্য কিন্তু
আমি কারো নই, আমি কারো নই, আমি কারো নই
আমি কারো নই, আমি কারো নই, আমি কারো নই
আমি কারো নই।
সবাই তো আমার, ভালোবাসি আঁধার ।
দেখা হবে আবার । আমি কারো নই।
ভালোবেসে রাখ , আমি শুনছি তোর ডাক
হুম , ভালো থাক ।
আমি কারো নই, আমি কারো নই, আমি কারো নই
আমি কারো নই, আমি কারো নই, আমি কারো নই
আমি কারো নই।
كلمات أغنية عشوائية
- 龍宮城 (ryugujo) - taboo كلمات أغنية
- luis r conriquez - el 26 كلمات أغنية
- carlos lico - vamos كلمات أغنية
- h!shima! - вывернусь (i'll wriggle out) كلمات أغنية
- valentine kxl - не видеть их взгляд (dstv) كلمات أغنية
- the last revel - rainy day girl كلمات أغنية
- metrickz - dämon كلمات أغنية
- awatiñas - jilata كلمات أغنية
- kate stephenson - my trip down south كلمات أغنية
- buckwise - get over كلمات أغنية