kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

mohidul tamim - juktibaadi dhun كلمات الأغنية

Loading...

[mohidul tamim]
আরে রাম পাম পাম। কানে হামতাম jam. দিবি দাম কাজ কাম। জিগা নাম, কার গান? জান জান মারা খান। আমি young তালেবান। চাচা বুড়া কালে আইয়া যারে পান তারে খান। হাজমোলা ফ্লো, নগদ দিয়া দিমু ঠেক। কথা টাক মাথা ব্রো। huh. no cap. এইটা সাপ মারা zone সাপ্তাহ সাত দিনে শেষ। আমার ঝাপ দিলে ঠাপ তোগো থাকবোনা gang. জিনে তো চিনে দিনে, রাইতে তো ঘাড়ায়। মানে দিনে তো ভাষন মাইরা রাইতে কাকা high. বেশি গজাবি দিমু তোরে বাথ্রুমে ফালায়। সবি বুঝি কার খেলা কেডায় খেইলা গেম খায়। গেম খায়, কেন খায়? কাকা চিনে না তো আমারে। নগদ গানে লাশ ফালায় বডি বেচুম বাজারে। খাড়া রে, জাস কই? দম খিচ খাইস না উছিলায়। বাড়ি কই ভাইজান আর জিগাইছ না কুমিল্লায়।

[chorus]
হুনরে হুন জিন্দা হুন তোর বয়ানে পড়ছে ঘুন। হইছে খুন। এইবার হুন আমার জুক্তিবাদি ধুন। (x2)

[rafi mugdho]
ওই খাড়া, কই জাস? এইবার শুরু হইছে খেলা। কেডা তুই? বাড়ি কই? হালা কোন এলাকার নেতা? চিপার পোলা চাইপা থাক নাইলে পইরা যাবিগা। কারণ পোলা এইগুলা একটাও ভালা না। খারাপ পোলা আমি, খারাপ কাজ কাম কইরা ঘুরি। ছোট বেলা থেইকা হিক্কা আইছি কালা কারবারি। আমি জানি তোরা কে, তোরা জানস আম কি? জন্মের পরে নাম পইড়া গেছে পাখান্ডি। হাতে সবুজ পাতি টাইনা ঘুইরা ফিরি। আমি কুমিল্লা থেইকা শুরু কইরা ঢাকা ctg. এই joint টা কড়া মানে মাথা ভরা ধোঁওয়া। legal কথা কইলেই সব খায় লাড়াচাড়া। কারণ root বাংলা। feel বাংলা। beat বাংলা। feel পাগলা। খাটি বাংলা চাপ সামলা। দেখি তোগো বুকের পাঠা। গলির নেতা চাইপা খাড়া। ছুইট্টা গেলে লোহার ঘোড়া চইলা যাইবা জগৎ ছাইড়া। পইরা থাকবা জান ছাড়া। শুনো সোনা, সাইজ্জোনা সেনা। কত সেনা গেছেগা ভাইসা। গুমতির জলে নৌকা ছাড়া, মুন্ডি ছাড়া দেহ লইয়া। দেহ গিয়া খবর লইয়া, আইছে কারা আবার ফিরা, মাইকের সামনে গরম গরম খাঁটি বাংলা bars লইয়া।

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...