mohidul tamim - inspiration كلمات الأغنية
intro:_
একটাই জিনিস আমি চাই আমার লাইফে যে, যদি কেউ
আমার থেকে inspire হন……তাইলে হবেন না।
কারণ inspiration এমন একটা শব্দ যেটা নিজেকে
unoriginal হতে শিখায়।
নিজেকে অন্যের মত করে বাঁচতে শিখায়।
নিজের মত করে বাচুন। inspiration থেকে দূরে থাকুন।
verse 1:_
নেশাগ্রস্থ জীবনে থাকে স্বপ্ন, ভেঙ্গে গেলে তো অস্ত্র জুটে যে হাতে। জব্দ পৃথিবীটাকে নষ্ট করিতে হবে। তত্ত্ব ঢুকে না মনে। নগ্ন পরিতে ভারি মগ্ন ছিলো, জিবনের লক্ষ্য খুজিতে আমি ব্যাস্ত তবে তো কোন লগ্ন ছিলোনা। দেখি বস্ত্র জোটে, না জোটে অন্য। তবে তো আমি ক্ষুব্ধ। আমি তো নামি চোরাবালিতে তো তবু শক্ত।
hook:_
হৃদয়ে থাকে বিজয়ের ডাক, তবু শিখরে আমি তিক্ত, তিক্ত।
তবে বিনয়ের সাথে জীবনের হাল বুঝি নিলয়ে হব ছিন্ন_ভিন্ন।
মায়া হিরণের হাতে শিকারির ছাল, আজ বিরল এই যুগে ক্ষিপ্ত ক্ষিপ্ত।
আমার হৃদয়ে থাকে বিজয়ের ডাক, তবু শিখরে আমি তিক্ত, তিক্ত। (x২)
verse 2:_
সুপ্ত ধরণী থেকে জেগে উঠে যারা করে যুদ্ধ, তাদেরই কাছে রক্ত বাগা দিয়ে বিলুপ্ত সকলে আজ রুদ্ধশ্বাস ফেলে ব্যাস্ত দিতে যে আজ পুর্বাভাস। আমি শান্তি চাই বলেই তো চুপ আকাশ। আমি ক্রান্তি চাইলে হবে মিথ্যাচার। তবে গিলে ফেলে বারে বারে বৃত্তাকার পৃথিবী যেন মোরা আলু সিঙ্গাড়ার। মাদল বাজাতে তারা ব্যাস্ত। মৃত্যুটাকে নাঙ্গল হিসেবে করে ব্যাক্ত। কামের ফাঁদে চারণ কবিও আজ ত্যাক্ত। লেখ তো জীবনীটাকে। দেখ তো আছে কি ন্যায্য।
hook:_
হৃদয়ে থাকে বিজয়ের ডাক, তবু শিখরে আমি তিক্ত, তিক্ত।
তবে বিনয়ের সাথে জীবনের হাল বুঝি নিলয়ে হব ছিন্ন_ভিন্ন।
মায়া হিরণের হাতে শিকারির ছাল, আজ বিরল এই যুগে ক্ষিপ্ত ক্ষিপ্ত।
আমার হৃদয়ে থাকে বিজয়ের ডাক, তবু শিখরে আমি তিক্ত, তিক্ত। (x২)
كلمات أغنية عشوائية
- worbhé - sad! remix (dans l’appart #3) كلمات الأغنية
- asil slang - tut كلمات الأغنية
- leftlukas, hkmk, donmd - like that كلمات الأغنية
- ap tardi - the rage كلمات الأغنية
- fireforce - iron, steel, concrete, granite كلمات الأغنية
- ultrasg - summerheat كلمات الأغنية
- j. cole - m y . l i f e كلمات الأغنية
- tove lo - the one كلمات الأغنية
- peter nieto & rkm & ken-y - jugaste a perderme كلمات الأغنية
- dissenter - prodigal son كلمات الأغنية