
mohidul tamim - dorakata كلمات أغنية
[verse]
উঠান কখন বাঁকা বুইঝা নাইচো, তামিম মাঘ মাসের কুয়াশায়ও খুইজালাইবো, কান্দাইস না পাগলেরে চোখের পানি পরলে পথ ঘাট ডুইবা যাইবো।
শাকাহারি জলদশ্যু সব, এই ম্যানগ্রোভে ডোরাকাটা অস্রুজল দিয়ে গড়া এই নোনা জলের কুমির দেখা হল তাইলে বলো তুমি দেখেছো কি শন্ত্রুবধ?
শুন, আমার ফ্যান নাই আর স্ট্যান নাই, বুলবুলি যত গার্লফ্রেন্ড ওগো ম্যান নাই। ফ্যান নাই? কেন নাই? ক্রিউ নাই? ক্ল্যান নাই? গান ভালো তোমার কিন্তু প্রোমশনের প্ল্যান নাই?
নাহ, বাঁচি ভালোবাসার ধারে, তোদের ফ্যান কোটি কোটি কেউ তো ভালোবাসে নারে, আমার ১ টা ২ টা কইরা ভালোবাসা বাড়ে। চাইয়া দেখ ওরা টাকা ছাড়াই ভালোবাসা ছাড়ে।
তামিম, কেউ কি তোমার জন্য জান দিতে পারে? নাহ আমার জন্য জান নিতে পারে, কারণ এক কথায় পোলাপাইন সব রেডি থাকে। করায় চাপাতি আর রামদাও ধার কেজি মাপে।
মনে মনে দোয়া করস যেন সারগেদই হারে, কিন্তু সারগেদ শেষ রাতে ঠিক বাজি মারে। পাবলিক ডিগবাজি মারে, আমার দিন খালি বাড়ে। কারণ chill মারি still কিন্তু pill গালি নারে।
খেলবা কাবাডি কাবাডি কাবাডি কাবাডি কাবাডি। flex করবি ওইদিন যেদিন নিজে থেইকা কামাবি। জাপানি ইরানি যত নুরানি রমনি আছে রূপসী দরদি সবডি সামনের তে সর দি।
র্যাপিং এর নামে এখন ক্যান্সারের জুগ। হালার ভাব দেইখা লাগে আলেক্সেন্ডারের পুত। হেগো gender এ খুঁত। কিন্তু gentleman dude. তগো চল্লিশা খামু পইরা রঙ্গিলা সুট।
তামিম জঙ্গি না ভুত? হয়ত দুইটাই, so চুপ। শব্দ হইলো গুলি, আর বন্দুক আমার মুখ। সবাই বন্ধু? how cute. স্বার্থ পাইলেই যা ফুট। এই স্বার্থের দাশত্তে আমার সঙ্গীত চাবুক।
কিন্তু একা থাকা সভাব, একা একা আমি নবাব। খাতা কলমের চুলায় বানাই তান্দুরি কাবাব। তোগ দিমু ডা কি জবাব। তোগ brain এর অভাব। gangster সাইজা ঘুরস কিন্তু করাত দেখলেই ডরাস।
আরে শান্তির মায় রাইত হইলে কান্দে হাউমাউ। ভাই ব্রাদার lit সব কারে দিমু shoutout. তোগ একই lyrics হুনি খালি date out যাউ। কোন চ্যাঞ্জ নাই গানে কিন্তু volume loud
এই side ওই side। হেগো সবদিকে বাড়ি। পরের ধনে পোদ্দারি কইরা চালায় জমিদারি যাইয়া রাশিফল দেখ, এইবার সবার শনি ভারি। যতো সাধু বাবা সব চোখে মুখে বাটপারি।
৭ বারি, ৭ নারি, ৭ মুখা সাপ মারি, স্বাদ পাবি সাফ যখন shark ঠেলে হাত গাড়ি। আশ ছাড়ি বারবারি, আমায় ধরলে রাখ পাবি। আমি দাবানল তোরা firebox ম্যাচের কাঠি।
দেখ টাকা করতে টাকা লাগে টাকা আমার কাকা লাগে মাটির ব্যাঙ্ক থেইকা কাকা টাকা তুইলা রাখা লাগে। ঝাকা লাগে যখন শুনে t a m i m । বউ আমার হিপহপ আজকে বিয়া সেমাই দেন।
كلمات أغنية عشوائية
- brian courtney wilson - the promise (live) كلمات أغنية
- lars nelson band - roll thru the past كلمات أغنية
- sdbyrim - brightest sunset كلمات أغنية
- sean kennedy - what you did (interlude) كلمات أغنية
- jaspreet jasz - family party كلمات أغنية
- tiago junqueira - fazenda são francisco كلمات أغنية
- caleb hearn - no more كلمات أغنية
- אייל גולן - ani mavtiach - אני מבטיח - eyal golan كلمات أغنية
- gabriele, il guapo - da riporto كلمات أغنية
- christy moore - the tuam beat كلمات أغنية