mohidul tamim, gunshot player - chanachurr كلمات الأغنية
[intro]
চানা_চানাচুর।
tamim, gunshot
here we go!
[verse]
লে তুই local লাইফের ঠোঙ্গার ভিতরে ঢুক।
পোংটা হইয়া পড়ছি প্যারায়, বুঝসি লেংটা থাকাই সুখ।
life টা তেজপাতা, লগে টাসসি, আছি চানাচুর
সিসিমপুর ঢাকা দক্ষিণ , শ্যামপুর থিকা সুত্রাপুর।
ঢিলা সার্কিট মাথার সার্কাস দেইখা ঢাকা সিটির সার্ভারে
কেউ নামাজ পইড়া শান্তি পায়, কেউ পইড়া কালা কারবারে।
scene লাগে সব ছায়াছবি, আমি ডিপজল সব আমার ভাতিজা ।
আমার টাসসি করবো মাস্তি, হাক কইরা তাকায় থাকবো সিনেমার বাকিরা।
আমার লাইফ আমার রুল।
চল আজকে পলামু নাম কইরা স্কুল।
তুই আমি রোমান্স করুম রমনাতে পুরা life টাই চানাচুর ।
গরম গরম তুই , পুইড়ালাইছনা আশেপাশের ঘরবাড়ী।
কইলাম রাজা ছিলাম এক কালে, তুই দেখতে চাইলি তরবারি।
ওরে বাপরে বাপ , তুইতো দেখি পাইক্কা পুরা ঝুনা।
আমার আল্লায় দিবো গুনাহ, ভুলেও দিয়া জাইসনা চুনা ।
লাইফটা তেজপাতা, লগে টাসসি আসসি চানাচুর
সিসিমপুর ঢাকা দক্ষিণ , শ্যামপুর থিকা সুত্রাপুর।
[verse]
ধুর বেটা, চিনছ না কেডায় যে বিছায় জাল?
এইজে, স্বাগরের মাছে জালে ঢুইকা মারে ফাল।
এইবার চানাচুরে মিশামু টক, মিষ্টি, ঝাল।
খাওয়ামু সবাইরে পারলে ফালায় দেখা আমার বা_
আমি জায়গায়_জায়গায় বেচি আমার গানের চানাচুর।
মানে কানে_কানে জানে, কেডায় আনে শেরা সুর।
কেডায় যাইবো কত দূর। খাইলে খাওয়ায় দিমু গুড়।
তোরে ঘুন্নির লগে মিশাইয়া ঘুরামু কাকা, ঘুর।
থাক তাইলে, রাস্তা দে, পানি পড়া দিমু সস্তা তে।
যাত্রাতে, শনির আখড়াতে, পুরা গলা শুকায় যাইবো মাস্তানের।
সব জানে, পুরা খোপ জানে, আমার radio partner আসলামের।
আমি এক দমে টিকি শেষ ক্ষণে, পরে ওস্তাদে পড়ে মাঝখানে।
আমি এক টানে যামু আসমানে, পরে ফিররা আইমু লাকশামে।
কাকা লাগবানে? খাবা ‘ধাপ’ কানে। পরে পা ফালাইবা সাবধানে।
যত পোলাপাইনে তোরে বাপ মানে, অতো পোলাপাইন ফালায় দেই বাথরুমে।
সবখানে যদি মন টানে তাইলে ভাংগারি যাবি কোনখানে?
كلمات أغنية عشوائية
- mosquito fleet - those who wander كلمات الأغنية
- mosquito fleet - oh indiana كلمات الأغنية
- mosquito fleet - skies كلمات الأغنية
- mosquito fleet - god's not listening كلمات الأغنية
- mosquito fleet - coastlines كلمات الأغنية
- mosquito fleet - bright sadness كلمات الأغنية
- mosquito fleet - back and forth كلمات الأغنية
- sharnya yoshihara - your not what i'm missin كلمات الأغنية
- sharnya yoshihara - yakusoku no yuujou كلمات الأغنية
- sharnya yoshihara - radio de musica كلمات الأغنية