
mohammad sijan - amar mon كلمات أغنية
Loading...
তোর ভাবনাই কিছু বাকি
স্বপ্নতে শুধু তোকে দেখি
দূর দুরুত্বে নজর তো রাখি
তোর শহরে আমি থাকি
আমার শহরে তোকে রাখি
কিভাবে আজ বিহীন তুই থাকি
আমার মন
চাই বলতে
কাছে এসে আবার চলে যাই
তুই ছুলে প্রাণ ভরে
থাকতে শুধুই চাই তোর ইশারাই
এ সাজানো ভুবন
তোকে নিয়ে গো জীবন
যদি ভুলে যাস আমার ঔ হাসি
তোকে নিয়ে পথ চলবো
মন খুলে তোকে বলবো
তোকে কতটা ভালো যে বাসি
দুজনের কত ছবি
তোর জন্য আজ হলাম কবি
জানি তুই শুধু আমার হবি
তোর মন খারাপে আমি থাকি
আর কিছু তো থাকিস রাখি
তখনও দিস না ফাকি
তোর ভাবনাই কিছু বাকি
স্বপ্নতে শুধু তোকে দেখি
দূর দুরুত্বে নজর তো রাখি
তোর শহরে আমি থাকি
আমার শহরে তোকে রাখি
কিভাবে আজ বিহীন তুই থাকি
আমার মন
চাই বলতে
কাছে এসে আবার চলে যাই
তুই ছুলে প্রাণ ভরে
থাকতে শুধুই চাই তোর ইশারাই
আমার মন
চাই বলতে
কাছে এসে আবার চলে যাই
كلمات أغنية عشوائية
- accuser - diabolic كلمات أغنية
- deep money - photogenic كلمات أغنية
- edan lewis - onsen كلمات أغنية
- new paradise feat. tiffany - flashdance كلمات أغنية
- mohikán - kakasdal كلمات أغنية
- turnpike troubadours - time of day كلمات أغنية
- ade syifa - dear mantan (maafkan aku yang dulu) كلمات أغنية
- le psychédélique orchestra - petite marie كلمات أغنية
- drown a deity - desperation كلمات أغنية
- nebraska - alors le voyeurisme ? كلمات أغنية