mohammad sijan - amar mon كلمات الأغنية
Loading...
তোর ভাবনাই কিছু বাকি
স্বপ্নতে শুধু তোকে দেখি
দূর দুরুত্বে নজর তো রাখি
তোর শহরে আমি থাকি
আমার শহরে তোকে রাখি
কিভাবে আজ বিহীন তুই থাকি
আমার মন
চাই বলতে
কাছে এসে আবার চলে যাই
তুই ছুলে প্রাণ ভরে
থাকতে শুধুই চাই তোর ইশারাই
এ সাজানো ভুবন
তোকে নিয়ে গো জীবন
যদি ভুলে যাস আমার ঔ হাসি
তোকে নিয়ে পথ চলবো
মন খুলে তোকে বলবো
তোকে কতটা ভালো যে বাসি
দুজনের কত ছবি
তোর জন্য আজ হলাম কবি
জানি তুই শুধু আমার হবি
তোর মন খারাপে আমি থাকি
আর কিছু তো থাকিস রাখি
তখনও দিস না ফাকি
তোর ভাবনাই কিছু বাকি
স্বপ্নতে শুধু তোকে দেখি
দূর দুরুত্বে নজর তো রাখি
তোর শহরে আমি থাকি
আমার শহরে তোকে রাখি
কিভাবে আজ বিহীন তুই থাকি
আমার মন
চাই বলতে
কাছে এসে আবার চলে যাই
তুই ছুলে প্রাণ ভরে
থাকতে শুধুই চাই তোর ইশারাই
আমার মন
চাই বলতে
কাছে এসে আবার চলে যাই
كلمات أغنية عشوائية
- brian rian rehan - stay away كلمات الأغنية
- tabber - runner's high (demo) كلمات الأغنية
- doris day - for all we know كلمات الأغنية
- senidah - viva mahalla كلمات الأغنية
- gran rah - junten rabia كلمات الأغنية
- dara ayu - kau tercipta bukan untukku (feat. bajol ndanu) كلمات الأغنية
- doris day - ridin' high كلمات الأغنية
- county line runner - our little world كلمات الأغنية
- roxi drive - strangers of the night كلمات الأغنية
- burna boy - alarm clock كلمات الأغنية