
mir shakib - valobashar nibondhon كلمات أغنية
আমি আকাশ দেখেছি
আকাশের তারা দেখিনি
আমি বাতাস দেখিনি
বাতাস অনুভব করেছি
আমি কান্নায় ভেসেছি
চোখের জলে বাঁধ টেনেছি
তুমি কাছাকাছি ছিলে
তবু ভালোবাসোনি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
ছাপাখানায় বের হবে হবে আমার মৃত্যু সনদ
ভেবে নিবে ভালোবাসার প্রথম ধাপ পেরিয়েছি
ছাপাখানায় বের হবে হবে আমার মৃত্যু সনদ
ভেবে নিবে ভালোবাসার প্রথম ধাপ পেরিয়েছি
আমি তোমার প্রেমের যাবজ্জীবন আসামি
মৃত্যুদণ্ড দিলেও বলবো তোমায় ভালোবাসি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
كلمات أغنية عشوائية
- boys republic - a song for you كلمات أغنية
- berner - plug name كلمات أغنية
- julia perez - gak jaman كلمات أغنية
- cojos acoustic - kembalikan كلمات أغنية
- tpm - dreamchaser كلمات أغنية
- safree - porque yo كلمات أغنية
- chess in concert - anthem [reprise] كلمات أغنية
- keneddythedon - feel good كلمات أغنية
- chitose hajime - kataritsugukoto كلمات أغنية
- george tipton feat. nilsson - everybody's talkin' كلمات أغنية