
minar - ahare lyrics
আমি কি দেখেছি হায়
একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে…
আহারে, আহারে
কোথায় পাবো তাহারে
যে ছিল মনেরও গহীন কোণে।
আমি কি দেখেছি হায়
একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে…
আহারে, আহারে
কোথায় পাবো তাহারে
যে ছিল মনেরও অচিন কোণে।
আকাশে, বাতাসে
বসন্ত সুবাসে
কোকিলের কুহু ডাকে তারি ছোঁয়া…
অলিতে, গলিতে
ঘরেতে বাহিরে
যেথা যাই ডাকে মোরে তারি ছায়া।
লা লা লা লা লে লা লা লে লালা লে লা লা লা লা লে ও…
আমি কি দেখিনি হায়
বুঝিনি, শুনিনি হায়
তাহারও মনেরও আকুলতা…
কেনো সে বোঝেনি হায়
শোনেনি, জানেনি হায়
আমারও বুকেরও অবুঝ কথা…
উড়িয়া উড়িয়া
ঘুরিয়া ঘুরিয়া
খুঁজিয়া বেড়াই তারে ডানা মেলে।
এপারে ওপারে
দুয়ারে দুয়ারে
শহরের খোয়াড়ে আঁকা মিছিলে।
আমি কি দেখিনি হায়
বুঝিনি, শুনিনি হায়
তাহারও মনেরও আকুলতা…
কেনো সে বোঝেনি হায়
শোনেনি, জানেনি হায়
আমারও বুকেরও অবুঝ কথা…
লা লা লা লা লে লেলেলে ওওও…
ও ও ও ও ও ও ও
ও ও ও ও ও ও ওও
ও ও ও ও ও ও ও ও…
আমি কি দেখেছি হায়
একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে ।
আহারে আহারে
কোথায় পাবো তাহারে
যে ছিল মনেরও গহীন ঘরে ।
Random Lyrics
- bill hicks - the road can be hard lyrics
- enis kirazoğlu & mete özbey & dost kayaoğlu - son fantezi! lyrics
- ronpe 99 - cambia todo lyrics
- ñu (españa) - profecía lyrics
- h1gh - миллионер (millionaire) lyrics
- khonya - bahman lyrics
- erik cain - the king's address lyrics
- leevi and the leavings - etkö näe, että tanssin? lyrics
- auroregz - ferrari lyrics
- kill the alarm - dance across the sky lyrics