
minar - ahare كلمات أغنية
আমি কি দেখেছি হায়
একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে…
আহারে, আহারে
কোথায় পাবো তাহারে
যে ছিল মনেরও গহীন কোণে।
আমি কি দেখেছি হায়
একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে…
আহারে, আহারে
কোথায় পাবো তাহারে
যে ছিল মনেরও অচিন কোণে।
আকাশে, বাতাসে
বসন্ত সুবাসে
কোকিলের কুহু ডাকে তারি ছোঁয়া…
অলিতে, গলিতে
ঘরেতে বাহিরে
যেথা যাই ডাকে মোরে তারি ছায়া।
লা লা লা লা লে লা লা লে লালা লে লা লা লা লা লে ও…
আমি কি দেখিনি হায়
বুঝিনি, শুনিনি হায়
তাহারও মনেরও আকুলতা…
কেনো সে বোঝেনি হায়
শোনেনি, জানেনি হায়
আমারও বুকেরও অবুঝ কথা…
উড়িয়া উড়িয়া
ঘুরিয়া ঘুরিয়া
খুঁজিয়া বেড়াই তারে ডানা মেলে।
এপারে ওপারে
দুয়ারে দুয়ারে
শহরের খোয়াড়ে আঁকা মিছিলে।
আমি কি দেখিনি হায়
বুঝিনি, শুনিনি হায়
তাহারও মনেরও আকুলতা…
কেনো সে বোঝেনি হায়
শোনেনি, জানেনি হায়
আমারও বুকেরও অবুঝ কথা…
লা লা লা লা লে লেলেলে ওওও…
ও ও ও ও ও ও ও
ও ও ও ও ও ও ওও
ও ও ও ও ও ও ও ও…
আমি কি দেখেছি হায়
একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে ।
আহারে আহারে
কোথায় পাবো তাহারে
যে ছিল মনেরও গহীন ঘরে ।
كلمات أغنية عشوائية
- margarita y su sonora - escandalo كلمات أغنية
- eduardo costa - os dez mandamentos do amor كلمات أغنية
- face - саб-зиро (sub-zero) (freestyle) كلمات أغنية
- massivan - 2 b @ 1 with the world كلمات أغنية
- revelries - handle كلمات أغنية
- andy frasco & the u.n. - smoking dope n rock n roll كلمات أغنية
- mq - zwöituusig كلمات أغنية
- naive thieves - you're no good كلمات أغنية
- flow - hero song of hope (english) كلمات أغنية
- blackeryz - b-eryz كلمات أغنية