
minar - abar urte shekhao كلمات أغنية
Loading...
আমি ছিলাম আমারই মতো
ভেঙে সব খেয়াল।
তুমি ছিলে তোমারই নিয়মে
গড়েছিলে দেয়াল।
কোন এক পড়ন্ত বিকেলে
কিছু বলেছিলে
অভিমানী ঐ দুটো চোখে
কেন ডেকে ছিলে।
এখন আমি, ঘুমিয়ে একা
কোথায় তুমি জানিনা,
জানিনা …
আবার উড়তে শেখাও, আমায় তুমি
উড়তে শেখাও, আমায় তুমি।
আবার বাঁচতে শেখাও, আমায় তুমি
বাঁচতে শেখাও, আমায় তুমি।
ভুলে ভরা ভাঙা এ হৃদয়ে
শুনেছি তোমারই ডাক।
মনে পরে দেখেছি দুজনে
উড়ে চলা পাখির ঝাক।
জানালার কাঁচ জুড়ে আছে শুধু
তোমারই আলো।
একটি বার, শুধু আর একটি বার
বলো আছো ভালো।
এখন আমি, ঘুমিয়ে একা
কোথায় তুমি জানিনা
জানিনা …
আবার উড়তে শেখাও, আমায় তুমি
উড়তে শেখাও, আমায় তুমি।
আবার বাঁচতে শেখাও, আমায় তুমি
বাঁচতে শেখাও, আমায় তুমি।
আবার উড়তে শেখাও, আমায় তুমি
উড়তে শেখাও, আমায় তুমি।
আবার বাঁচতে শেখাও, আমায় তুমি
বাঁচতে শেখাও, আমায় তুমি।
كلمات أغنية عشوائية
- grasa, szalai & gyuris - zura كلمات أغنية
- evill d zayge - hitha karan damane (sinhala كلمات أغنية
- purple headspace - wake me كلمات أغنية
- hanzel la h - tiembla كلمات أغنية
- diss gacha - settembre كلمات أغنية
- kal3b - e.m.t كلمات أغنية
- my vitriol - we've lost our way كلمات أغنية
- vista of dd - ?2 كلمات أغنية
- warykid - povyazka كلمات أغنية
- blackmichi - бегу вперёд (running forward) كلمات أغنية