
minar - abar urte shekhao lyrics
Loading...
আমি ছিলাম আমারই মতো
ভেঙে সব খেয়াল।
তুমি ছিলে তোমারই নিয়মে
গড়েছিলে দেয়াল।
কোন এক পড়ন্ত বিকেলে
কিছু বলেছিলে
অভিমানী ঐ দুটো চোখে
কেন ডেকে ছিলে।
এখন আমি, ঘুমিয়ে একা
কোথায় তুমি জানিনা,
জানিনা …
আবার উড়তে শেখাও, আমায় তুমি
উড়তে শেখাও, আমায় তুমি।
আবার বাঁচতে শেখাও, আমায় তুমি
বাঁচতে শেখাও, আমায় তুমি।
ভুলে ভরা ভাঙা এ হৃদয়ে
শুনেছি তোমারই ডাক।
মনে পরে দেখেছি দুজনে
উড়ে চলা পাখির ঝাক।
জানালার কাঁচ জুড়ে আছে শুধু
তোমারই আলো।
একটি বার, শুধু আর একটি বার
বলো আছো ভালো।
এখন আমি, ঘুমিয়ে একা
কোথায় তুমি জানিনা
জানিনা …
আবার উড়তে শেখাও, আমায় তুমি
উড়তে শেখাও, আমায় তুমি।
আবার বাঁচতে শেখাও, আমায় তুমি
বাঁচতে শেখাও, আমায় তুমি।
আবার উড়তে শেখাও, আমায় তুমি
উড়তে শেখাও, আমায় তুমি।
আবার বাঁচতে শেখাও, আমায় তুমি
বাঁচতে শেখাও, আমায় তুমি।
Random Lyrics
- rosehardt - 26 lyrics
- revuka - где мои люди (where are my people) lyrics
- debby boone - my heart has a mind of its own lyrics
- yentl en de boer - m'n snoep - live lyrics
- sol seppy - see you lyrics
- blue öyster cult - the horsemen arrive lyrics
- bleed from within - cast down lyrics
- alfa - versace shit lyrics
- tobuscus - literal world of warcraft cataclysm cinematic trailer lyrics
- lil pur - wrist lyrics