minar rahman - ki tomar naam كلمات الأغنية
সারাক্ষণ, কেন যে ভাবাও,
মায়াবী, মায়াজালে, জড়াও ।
নিজের মতোই হঠাৎ, দেখা দাও ।
ইচ্ছে করেই আবার, হারিয়ে যাও ।
সারাক্ষণ, কেন যে ভাবাও,
মায়াবী, মায়াজালে, জড়াও ।
নিজের মতোই হঠাৎ, দেখা দাও ।
ইচ্ছে করেই আবার, হারিয়ে যাও ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কেন আবেগ মাখো অবিরাম,
কখনো উড়াও …, কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
কখনো উড়াও …, কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
অহর্নিশ, ঘুম হারা, চোখের পাতায়,
কথা হয়, রাত ভর, তারায় তারায় ।
তোমার ভেতরে আজ নীরবতা,
আমায় ঘিরে রাখে অস্থিরতা ।
অহর্নিশ, ঘুম হারা, চোখের পাতায়,
কথা হয়, রাত ভর, তারায় তারায় ।
তোমার ভেতরে আজ নীরবতা,
আমায় ঘিরে রাখে অস্থিরতা ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কেন আবেগ মাখো অবিরাম …।
কখনো উড়াও., কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
কখনো উড়াও., কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
কখনো হাসাও…।।
كلمات أغنية عشوائية
- bernadette peters - broadway baby كلمات الأغنية
- aleksshawty - castle on the clouds كلمات الأغنية
- 08 ouarz - same lane كلمات الأغنية
- declan mckenna - my house كلمات الأغنية
- makeba riddick - love will tell كلمات الأغنية
- cody johnson - god bless the boy (cori's song) كلمات الأغنية
- don joe - dogo gang bang كلمات الأغنية
- naikro - freestyle session #3 كلمات الأغنية
- ferbinho - double c كلمات الأغنية
- gorgon city - house arrest كلمات الأغنية