
minar rahman - ki tomar naam كلمات أغنية
সারাক্ষণ, কেন যে ভাবাও,
মায়াবী, মায়াজালে, জড়াও ।
নিজের মতোই হঠাৎ, দেখা দাও ।
ইচ্ছে করেই আবার, হারিয়ে যাও ।
সারাক্ষণ, কেন যে ভাবাও,
মায়াবী, মায়াজালে, জড়াও ।
নিজের মতোই হঠাৎ, দেখা দাও ।
ইচ্ছে করেই আবার, হারিয়ে যাও ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কেন আবেগ মাখো অবিরাম,
কখনো উড়াও …, কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
কখনো উড়াও …, কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
অহর্নিশ, ঘুম হারা, চোখের পাতায়,
কথা হয়, রাত ভর, তারায় তারায় ।
তোমার ভেতরে আজ নীরবতা,
আমায় ঘিরে রাখে অস্থিরতা ।
অহর্নিশ, ঘুম হারা, চোখের পাতায়,
কথা হয়, রাত ভর, তারায় তারায় ।
তোমার ভেতরে আজ নীরবতা,
আমায় ঘিরে রাখে অস্থিরতা ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কেন আবেগ মাখো অবিরাম …।
কখনো উড়াও., কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
কখনো উড়াও., কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
কখনো হাসাও…।।
كلمات أغنية عشوائية
- lord finesse - slave to my soundwave كلمات أغنية
- lord finesse - shorties kaught in the system كلمات أغنية
- lord finesse - show 'em how we do things كلمات أغنية
- lord finesse - set it off troop كلمات أغنية
- lord finesse - rules we live by (feat. fat joe and armageddon) كلمات أغنية
- lord finesse - save that shit كلمات أغنية
- lord finesse - return of the funky man كلمات أغنية
- lord finesse - praise the lord كلمات أغنية
- shedaisy - 360 degrees of you كلمات أغنية
- shedaisy - 5 4 3 2 run كلمات أغنية