
minar rahman - jhoom كلمات أغنية
ঝুম
রেরে রারে রারি রেরে
ঝুম
রেরে রারে রারি রেরে
ঝুম
রেরে রারে রারি রেরে
ঝুম
রেরে রারে রারি রেরে
ঝুম
রেরে রারে রারি রেরে
ঝুম
রেরে রারে রারি রেরে
তুমি আমায় ডেকেছিলে
এক মেঘে ঢাকা দিনে
কেন আমি দেইনি সাড়া
আমার চোখে আকাশ দেখে
তুমি বলেছিলে কিছু
বুঝিনি কেন সেই ইশারা
এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম
ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
ঘুরে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে খুঁড়ে খুঁড়ে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
ঘুরে ঘুরে তারেই খুঁজি
আলো আঁধারির এ মায়ায়
এই অবেলায়, মন যে হারায়
চেনা অচেনা কত পথ
হঠাৎ কেনো থমকে দাঁড়ায়
ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
ঘুরে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে খুঁড়ে খুঁড়ে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
ঘুরে ঘুরে তারেই খুঁজি
তোমার আমার ফেলে আসা যত
রঙিন মলিন স্মৃতি
লুকিয়ে অবুঝ ঠিকানায়
অচিন মনের অচিন কোনও কোণে
বন্দী আজও আমি
ভুল সে পথের সীমানায়
এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম
ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
ঘুরে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে খুঁড়ে খুঁড়ে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
দূরে দূরে তারে খুঁজি
كلمات أغنية عشوائية
- marcela gandara - alabanzas al rey كلمات أغنية
- breno poubel - porque não confia em mim كلمات أغنية
- yahoo - décima sétima vez كلمات أغنية
- ar-15 - janela do coração كلمات أغنية
- dudu nobre - viola de maçaranduba / mocotó com pimenta كلمات أغنية
- agepê - bença negro كلمات أغنية
- chiquititas - onde estás? (argentina) كلمات أغنية
- sabrina bryan - crazy on the dance floor كلمات أغنية
- wardeath - pestilência كلمات أغنية
- kid vinil - carne de pescoço كلمات أغنية