minar rahman - dhaka mukhi train كلمات الأغنية
এমনই এক সন্ধ্যে সন্ধ্যে আলোতে
না বুঝিয়ে বাকি লেনদেন
আমাকে পেছনে ফেলে রেখে
চলে গেলো ঢাকামুখী ট্রেন
এমনই এক সন্ধ্যে সন্ধ্যে আলোতে
জানি তুমি ছিলে তার কোনও কোণে
চোখ ভেজা ভেজা ছিলো জলে
শীত আসবে আসবে বলে কয়ে
সেও গেলো সেই ট্রেনে চলে
তাই মেনে নিতে পারি নি এ ঝড়
একা একা লাগে
একা একা লাগে এ শহর
এমনই এক সন্ধ্যে সন্ধ্যে আলোতে
আজও সন্ধ্যা সন্ধ্যা আসে ফিরে
ট্রেন আসে চেনা পথে তার
থেমে যাওয়া ট্রেনে রাখি চোখ
নেমে আসে নাতো কেউ আর
আজও সন্ধ্যা সন্ধ্যা আসে ফিরে
ট্রেন আসে চেনা পথে তার
থেমে যাওয়া ট্রেনে রাখি চোখ
নেমে আসে নাতো কেউ আর
তাই মেনে নিতে পারি নি এ ঝড়
একা একা লাগে
একা একা লাগে এ শহর
এমনি এক…
থাকে শহরের কিছু অভিমান
তোমাকে হারিয়ে গেছি জেনে
আমার মতোই সেও দেখি
চোখ রেখে যায় রোজ ট্রেনে
থাকে শহরের কিছু অভিমান
তোমাকে হারিয়ে গেছি জেনে
আমার মতোই সেও দেখি
চোখ রেখে যায় রোজ ট্রেনে
তাই মেনে নিতে পারি নি এ ঝড়
একা একা লাগে
একা একা লাগে এ শহর
এমনই এক সন্ধ্যে সন্ধ্যে আলোতে
না বুঝিয়ে বাকি লেনদেন
আমাকে পেছনে ফেলে রেখে
চলে গেলো ঢাকামুখী ট্রেন
এমনই এক সন্ধ্যে সন্ধ্যে আলোতে
كلمات أغنية عشوائية
- cleyton camp1 - amor exclusivo كلمات الأغنية
- nnamdi ogbonnaya - n0tice كلمات الأغنية
- especimen - terrorista كلمات الأغنية
- bispo - enquanto o tempo voa كلمات الأغنية
- clearfield high - clearfield high school song كلمات الأغنية
- gully (zone 2) - ms banks كلمات الأغنية
- french ambassador - mes idéaux كلمات الأغنية
- galaxy goats - roxanne (minecraft parody) كلمات الأغنية
- the fluorescents - maybe كلمات الأغنية
- ghost kid - i don't think you mean it كلمات الأغنية